TRENDING:

Malda News: ২৪ দেব-দেবী সহ বাঁকে বিহারী কার্তিক পুজো, সঙ্গে সপ্তাহব্যাপী বিরাট মেলা

Last Updated:

প্রায় ৩০০ বছরের মালদহ শহরের রায় পরিবারের কার্তিক পুজো ঘিরে বিরাট মেলার আসর বসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: পুজোর সূচনা ঠিক কবে হয়েছিল জানা নেই কারো।‌ তবে বংশপরম্পরায় হয়ে আসছে প্রাচীন এই কার্তিক পুজো। বাঁকে বিহারী কার্তিক পুজো হিসাবেই পরিচিত মালদহ শহরের রায় পরিবারের পুজো। মহাধুমধামে সঙ্গে এই পুজো হয়ে আসছে প্রায় ৩০০ বছর ধরে। মালদহ শহরের ফুলবাড়ি রায় পরিবারের এই কার্তিক মূর্তিতেও রয়েছে এক অন্য ছোঁয়া। কার্তিক প্রতিমার সঙ্গে বিভিন্ন দেবদেবীকে প্রধান্য দেওয়া হয়। কার্তিক ঠাকুরের সঙ্গে আরও ২৪ দেব দেবীর পুজো দেওয়া হয়ে থাকে।
advertisement

পরিবারের সদস্য নুলেন্দু রায় বলেন, এই পুজোর সূচনা ঠিক কবে হয়েছিল আমাদের জানা নেই। প্রায় ৩০০-৩৫০ বছরের প্রাচীন এই পুজো বংশ পরস্পর হয়ে আসছে। পুজোকে ঘিরে বিরাট মেলা বসে। বাঁকে বিহারী হিসেবেই এই পুজো হয়ে আসছে প্রাচীন কাল থেকে। কার্তিক ঠাকুরের সঙ্গে আরও ২৪ জন দেবদেবী থাকেন। প্রাচীন এই কার্তিক পুজোর মূল আকর্ষণ মেলা। এখনও মালদহ শহরের ফুলবাড়ী রাস্তার দুই ধারে মেলা বসে। বর্তমানে সরকারি ভাবে সপ্তাহব্যাপী চলে মেলা।

advertisement

আরও পড়ুন: কার্তিক সংক্রান্তি থেকেই খেলা ঘুরবে! ঘন কুয়াশার সঙ্গে শীতের রুদ্রমূর্তিতে উত্তরবঙ্গে তুলকালাম! ঠান্ডা এবার দেখাবে আসল রং

আরও পড়ুন: এবার হস্তশিল্পীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে রাজ্য সরকার! কোথায় আবেদন করবেন জানুন

View More

পরিবারের বর্তমান প্রজন্ম জানান, এই পুজোর সূচনা করেছিলেন কালু সাহা। ইংরেজ আমলে এই পুজোর সূচনা করেছিলেন। কালু সাহা উত্তরপ্রদেশের থেকে মালদহে এসেছিলেন। এখানে এসে জমিদারি শুরু করেন। পরবর্তী প্রজন্ম এই পুজো এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে সাহা পদবী বদলে রায় উপাধি পায়। পরবর্তীতে মনমোহন সাহা এই পুজোর মন্দিরের স্থাপন করেন। তখন থেকে ঠাকুর দালানে পুজো হয়ে আসছে। আজও নিষ্ঠার সঙ্গে বাঁকে বিহারীর পুজো হয়ে আসছে ফুলবাড়ি রায় পরিবারের। রাতভোর চলে পুজো অর্চনা।‌ পুজো দেখতে ভিড় করেন ভক্তরা। শুধু তাই নয়, বহু দূরান্ত থেকে এখানে ভক্তদের সমাগম ঘটে মেলা দেখার জন্য। এখনও এই মেলার সুনাম রয়েছে জেলা ও জেলার বাইরে। প্রতিমা বিসর্জন করা হয় স্থানীয় মহানন্দা নদীর ঘাটে। বিসর্জনের সময় বাজি পোড়ানোর রেওয়াজ রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ২৪ দেব-দেবী সহ বাঁকে বিহারী কার্তিক পুজো, সঙ্গে সপ্তাহব্যাপী বিরাট মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল