নির্যাতিতা মহিলার ঠোট কামড়ে নেয় দুষ্কৃতীরা এমনই অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দলসিংপাড়াতে। বুকে, মুখে ছাড়াও শরীরের নানা জায়গায় অভিযুক্ত কামড়ে দেয় বলে অভিযোগ। আহত ওই মহিলা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ভয়বাহ দুর্ঘটনা! উড়ে এল স্করপিও,রাস্তায় দাঁড়ানো ব্যক্তিকে টেনে নিয়ে ঢুকে গেল দোকানে,মৃত
advertisement
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জয়গাঁ থানার দলসিংপাড়াতে। রক্তাক্ত মহিলা আহত অবস্থায় পালিয়ে পাশের গ্রামে চলে যান। সেখানে গেলে স্থানীয়রা ২৭ বছরের ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত যুবকের নাম বীরমন ভুজল। নির্যাতিতার ছেলে জানান ঘটনার পরে ওই প্রৌঢ়ার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। অভিযুক্তও দলসিংপাড়ার বাসিন্দা, অর্থাৎ নির্যাতিতার প্রতিবেশী।
আরও পড়ুন: আলমারিতে আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের ভাগ্নির দেহ! বাবা-সৎ মাকে মারধর
নির্যাতিতার পুত্রের দাবি, অভিযুক্ত যুবক এর আগে এক কিশোরীকে নির্যাতনের জন্য জেলে বন্দি ছিল। কয়েক বছর হল সে জেল থেকে ছাড়া পেয়েছ। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।