TRENDING:

Malda News: আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ীর অভাব দূরীকরণে 'দাদুর পাঠশালা'র হৃদয়স্পর্শী পদক্ষেপ! স্যালুট জানানোর মতো ঘটনা মালদহে

Last Updated:

Malda News: আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ী মালদহের খেলোয়াড় পলাশের পাশে দাঁড়াল 'দাদুর পাঠশালা'। মন ভাল করা দৃশ্য মালদহে। তাঁদের এমন পদক্ষেপে ভবিষ্যতে আরও ভাল ফলাফল করার সুযোগ মিলবে আশা করা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: জেলা স্তর, রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়ে খেলেছে জাতীয় ও আন্তর্জাতিক স্তর। তবে ফলাফল করতে পারেনি চাহিদা মতো। সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পায়ের জুতো। তাই এবারে সেই উঠতি খেলোয়াড়ের সমস্যার সমাধানে এগিয়ে এল এলাকার ‘দাদুর পাঠশালা’। আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ী মালদহের খেলোয়াড় পলাশের পাশে দাঁড়াল ‘দাদুর পাঠশালা’। নিজেদের অর্থে কিনে দিলেন খেলার দামি রানিং সু। প্রায় ১২ হাজার টাকা ব্যয়ে খেলার এই দামি জুতো কিনে দিল এলাকার ‘দাদুর পাঠশালা’।
advertisement

মালদহের ইংরেজবাজারের বাহান্ন বিঘা এলাকার বাসিন্দা পলাশ মণ্ডল। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরের এশিয়ান ইউথ গেমস প্রতিযোগিতায় ব্রোঞ্জ এনে জেলা-সহ দেশের নাম উজ্জ্বল করেছে। তবে জুতো উন্নতমানের থাকলে ফল আরও ভাল হতে পারত বলে দাবি পলাশের। ব্রোঞ্জ‌ আনলেও জুতো ভাল থাকলে প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করতে পারত সে।

আরও পড়ুন: শ্রমিক খোঁজার ঝামেলা নেই, ১ বিঘা জমির ধান কাটা-ঝাড়াই-বস্তাবন্দি ২০ মিনিটে! খরচ নামমাত্র, খুশিতে ডগমগ চাষিরা

advertisement

পলাশ জানিয়েছে, এই জুতো তার আগামীর স্বপ্নপূরণ করবে। দাদুরা এর আগেও তার পাশে দাঁড়িয়েছে। এবার এই জুতো পরে সামনে বছর অলিম্পিকসে অংশগ্রহণ করবে। রেস ওয়াকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেমন জুতো প্রয়োজন সেই জুতো কিনে দিয়েছে ‘দাদুর পাঠশালা’।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার সমুদ্রতটে ওগুলো কী...? যেন সবুজ কার্পেটে ঢেকেছে স্নানঘাট, 'ফাঁদে' পড়ছেন পর্যটকরা!
আরও দেখুন

পলাশের কোচ অমিতাভ রায় জানান, “খেলাধুলায় অত্যন্ত মেধাবি পলাশ মণ্ডল। তবে পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় খেলাধুলার সামগ্রী ক্ষেত্রে সমস্যা হয় তার। এতদিন তার কাছে রেস ওয়াকিং প্রতিযোগিতায় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পায়ের জুতো। তবে সেই সমস্যা সমাধান করেছে এলাকার ‘দাদুর পাঠশালা’।” তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পলাশের পরিবার থেকে এলাকাবাসীরা। ‘দাদুর পাঠশালা’র এমন সহযোগিতা আগামীতে উৎসাহ বাড়াবে জেলার খেলোয়াড়দের বলে অভিমত অনেকের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ীর অভাব দূরীকরণে 'দাদুর পাঠশালা'র হৃদয়স্পর্শী পদক্ষেপ! স্যালুট জানানোর মতো ঘটনা মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল