Agriculture News: শ্রমিক খোঁজার ঝামেলা নেই, ১ বিঘা জমির ধান কাটা-ঝাড়াই-বস্তাবন্দি ২০ মিনিটে! খরচ নামমাত্র, খুশিতে ডগমগ চাষিরা

Last Updated:

North 24 parganas Agriculture News: কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র ২০ মিনিটে এক বিঘা জমির ধান কেটে ঝাড়াই থেকে একেবারে বস্তাবন্দি সম্ভব হচ্ছে। 

+
সুন্দরবনে

সুন্দরবনে ধান কাটার আধুনিক যন্ত্র

হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ধান কাটতে আধুনিক প্রযুক্তি সুন্দরবনে, হাতে নয় মেশিনেই কাটা ও ঝাড়াই হচ্ছে। মাঠে কৃষি জমির ধান কাটতে মুখ ফেরাচ্ছেন শ্রমিকরা। তবে এবার কৃষিতে শ্রমিক সংকট নিরসনে আধুনিক যন্ত্রপাতি দিয়ে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের দিকে ঝুঁকছে সুন্দরবন এলাকার কৃষকরা। এতে তাদের খরচ কম পড়ছে এবং শ্রমিক সংকটের সমাধান হচ্ছে।
অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশা হয়ে পড়েন। তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়েছে কৃষকরা। তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান পাশাপাশি ধান ঝাড়াই ও হচ্ছে মেশিনেই। এর ফলে খুশি চাষিকূল।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার মিনাখাঁ, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় সীমান্ত থেকে সুন্দরবন এলাকার কৃষকরা শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনিহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে। এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র ২০ মিনিটে এক বিঘা জমির ধান কেটে ঝাড়াই থেকে একেবারে বস্তাবন্দি সম্ভব হচ্ছে। এমন আধুনিক যন্ত্রে এবার এলাকায় চাষিদের মধ্যে সাড়া পড়ে গেল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক ব্যক্তির উদ্যোগে ভিন জেলা থেকে চাষের এই আধুনিক যন্ত্রের মাধ্যমে শ্রমিকরা ধান কাটতে ও ঝাড়াই করতে পারছেন। আধুনিক যন্ত্রের মাধ্যমে এক বিঘা জমিতে ধান কেটে ঝাড়াই করে বস্তাবন্দি করতে মোট খরচ হচ্ছে প্রায় ১৫০০ থেকে ১৬০০ টাকা যা সময় লাগছে মাত্র ২০ থেকে ২৫ মিনিট। একদিকে বিভিন্ন সাইক্লোনের ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হত। অন্যদিকে দিনের পর দিন চাষিকুল দেনায় জর্জরিত হত। উন্নত প্রযুক্তির এই যন্ত্রের মাধ্যমে সেই সমস্যা যে অচিরে দূর হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: শ্রমিক খোঁজার ঝামেলা নেই, ১ বিঘা জমির ধান কাটা-ঝাড়াই-বস্তাবন্দি ২০ মিনিটে! খরচ নামমাত্র, খুশিতে ডগমগ চাষিরা
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement