পরিবারের দাবি, গতকাল বিকেল ৪টে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর খোঁজ না মেলায় কালিয়াচক থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। এরপর মালদহের ইংরেজবাজার থানার কাটাগর এলাকায় একটি আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও।
advertisement
পরিবারের দাবি, ওবায়দুল্লাকে গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে। তবে কে বা কারা, কেন এই খুন করেছে তা এখনও পরিবারের সদস্যদের কাছে স্পষ্ট নয়। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানা ও কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার খবর পেয়ে মৃত ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দেখা করতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।






