South 24 Parganas News: শীত মানেই সুন্দরবনে পর্যটকদের ভিড়! এই আবহে শুরু বাঘ শুমারির কাজ, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন খুঁটিনাটি

Last Updated:
South 24 Parganas News: সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সর্বশেষ সর্বভারতীয় বাঘ শুমারিতে পেশ করা রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০১টি। তবে প্রতি চার বছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের উদ্যোগে জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘ গণনা করে।
1/6
আজ থেকে সুন্দরবনে শুরু হল ব্যাঘ্র শুমারি অর্থাৎ বাঘ গণনার কাজ। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অধীন এই কাজ শুরু হচ্ছে। সর্বমোট ১৬০ জোড়া ক্যামেরা বসানো হবে। ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
আজ থেকে সুন্দরবনে শুরু হল ব্যাঘ্র শুমারি অর্থাৎ বাঘ গণনার কাজ। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অধীন এই কাজ শুরু হচ্ছে। সর্বমোট ১৬০ জোড়া ক্যামেরা বসানো হবে। ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
2/6
মোট ১৬০ জোড়া ক্যামেরা বসানো হবে। মাতলা রেঞ্জে ২০ জোড়া, রায়দিঘি রেঞ্জে ৭০ জোড়া ও রামগঙ্গা রেঞ্জে ৭০ জোড়া। ক্যামেরাগুলি প্রায় ৪৫ দিন পর খুলে নেওয়া হবে। এরপর সেই ক্যামেরার ছবিগুলি বিশ্লেষণ করার পর সুন্দরবনে কতটা বাঘ বেড়েছে তা প্রকাশ করা হবে।
মোট ১৬০ জোড়া ক্যামেরা বসানো হবে। মাতলা রেঞ্জে ২০ জোড়া, রায়দিঘি রেঞ্জে ৭০ জোড়া ও রামগঙ্গা রেঞ্জে ৭০ জোড়া। ক্যামেরাগুলি প্রায় ৪৫ দিন পর খুলে নেওয়া হবে। এরপর সেই ক্যামেরার ছবিগুলি বিশ্লেষণ করার পর সুন্দরবনে কতটা বাঘ বেড়েছে তা প্রকাশ করা হবে।
advertisement
3/6
সংখ্যার দিক থেকে সর্বশেষ সর্বভারতীয় ব্যাঘ্র শুমারিতে (অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন) সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল ১০১টি। এছাড়া প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো বাঘ গণনা করে। সেই শুমারিতে বাঘের সংখ্যা আরও বেশ খানিকটাই বেড়েছে বলে দাবি বন কর্তাদের। ২০২১-২২ সালে সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন হয়েছিল।
সংখ্যার দিক থেকে সর্বশেষ সর্বভারতীয় ব্যাঘ্র শুমারিতে (অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন) সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল ১০১টি। এছাড়া প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো বাঘ গণনা করে। সেই শুমারিতে বাঘের সংখ্যা আরও বেশ খানিকটাই বেড়েছে বলে দাবি বন কর্তাদের। ২০২১-২২ সালে সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন হয়েছিল।
advertisement
4/6
সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সর্বশেষ সর্বভারতীয় বাঘ শুমারিতে পেশ করা রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০১টি। তবে প্রতি চার বছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের উদ্যোগে জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘ গণনা করে। সুন্দরবনে অন্তত ১০-১২টি বাঘ বেড়েছে বলে অনুমান।
সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সর্বশেষ সর্বভারতীয় বাঘ শুমারিতে পেশ করা রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০১টি। তবে প্রতি চার বছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের উদ্যোগে জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘ গণনা করে। সুন্দরবনে অন্তত ১০-১২টি বাঘ বেড়েছে বলে অনুমান।
advertisement
5/6
মূলত জঙ্গলের বিভিন্ন প্রান্তে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘেদের ছবি তোলা হয়। নির্দিষ্ট সময় পর সেই ক্যামেরা খুলে নেওয়া হয়। ক্যামেরায় ওঠা বাঘেদের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। ঠিক একই পদ্ধতিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পও নিজেদের মতো করে তাঁদের এলাকায় বাঘেদের পরিসংখ্যান নিয়ে থাকে।
মূলত জঙ্গলের বিভিন্ন প্রান্তে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘেদের ছবি তোলা হয়। নির্দিষ্ট সময় পর সেই ক্যামেরা খুলে নেওয়া হয়। ক্যামেরায় ওঠা বাঘেদের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। ঠিক একই পদ্ধতিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পও নিজেদের মতো করে তাঁদের এলাকায় বাঘেদের পরিসংখ্যান নিয়ে থাকে।
advertisement
6/6
গত দু-তিন বছর ধরে ক্যামেরা ট্র্যাপিংয়ে জঙ্গলে প্রচুর ব্যাঘ্র শাবক দেখা গিয়েছে। ২০২১-২২ সালে যে শাবকের ছবি মিলেছিল সেগুলি এখন বড় হয়েছে। এমনকি পরের বছরগুলিতেও একইভাবে শাবকদের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। শেষ সর্বভারতীয় ব্যাঘ্র শুমারিতে পাওয়া সুন্দরবনে বাঘেদের সংখ্যার তুলনায় সুন্দরবনে আরও কিছু বাঘ বেড়েছে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
গত দু-তিন বছর ধরে ক্যামেরা ট্র্যাপিংয়ে জঙ্গলে প্রচুর ব্যাঘ্র শাবক দেখা গিয়েছে। ২০২১-২২ সালে যে শাবকের ছবি মিলেছিল সেগুলি এখন বড় হয়েছে। এমনকি পরের বছরগুলিতেও একইভাবে শাবকদের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। শেষ সর্বভারতীয় ব্যাঘ্র শুমারিতে পাওয়া সুন্দরবনে বাঘেদের সংখ্যার তুলনায় সুন্দরবনে আরও কিছু বাঘ বেড়েছে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
advertisement
advertisement