TRENDING:

Malda: একটানা ভারী বৃষ্টিতে বন্যা! ঘরবাড়ি জলের তলায়, নৌকায় চেপে ত্রাণ বিলি খোদ রাজ্যের মন্ত্রীর

Last Updated:

ফুলহার নদীর জল বেড়ে প্লাবিত হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের একাধিক গ্রাম। অসহায় অবস্থায় খোলা আকাশের নীচে গ্রামের শতাধিক পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ জেলা জুড়ে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নদীর জলস্তর। গঙ্গা, মহানন্দা, ফুলহার নদীর জলে প্লাবিত হয়েছে জেলার একাধিক এলাকা। প্লাবিত হয়েছে মানিকচক, রতুয়া ব্লকের বহু গ্রাম। প্লাবনের জেরে বিচ্ছিন্ন হয়েছে যাতায়াত ব্যবস্থা। এরই মধ্যে একটানা ভারী বৃষ্টির জেরে ফুলহার নদীর জল বেড়ে প্লাবিত হল মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের একাধিক গ্রাম। অসহায় অবস্থায় খোলা আকাশের নীচে দিন কাটছে তিনটি গ্রামের শতাধিক পরিবারের। এমন অবস্থায় নৌকায় করে বন্যা কবলিত এলাকায় ছুটে গেলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন। নৌকায় চেপে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে বন্যা দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রিপল, চাল, শুকনো খাবার, কাপড়-সহ একাধিক ত্রাণ সামগ্রী।
advertisement

আরও পড়ুনঃ সেকি কাণ্ড! ভোরবেলা কাঠ কুড়াতে গিয়ে… বেলা গড়াতেই পুকুরে ভেসে উঠল মহিলার দেহ! রহস্য

ত্রাণ সামগ্রী পেলেও দ্রুত জল যন্ত্রণা থেকে স্থায়ী সমাধানের দাবি জানান গ্রামবাসীরা। বন্যা কবলিত এলাকার এক বাসিন্দা উদয় মন্ডল জানান, “বর্তমানে নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। জলের তলায় ডুবেছে ঘরবাড়ি ও চাষ জমি। নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। খুব কষ্টের মধ্যে আছি।”

advertisement

আরও পড়ুনঃ মালদহে ফুঁসছে গঙ্গা-ফুলহার! কোটি টাকার বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে জল, কোথায় আশ্রয় মিলবে ভুতনির লক্ষাধিক মানুষের?

View More

স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন জানান, ইতিমধ্যে বন্যা কবলিত গ্রামগুলিতে উঁচু স্থানে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। গ্রামে গ্রামে গিয়ে বন্যা দুর্গত প্রায় ৩০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। রাজ্য সরকার যথেষ্ট সক্রিয় রয়েছে। ব্লক প্রশাসনের উদ্যোগে আগামীতে পরিবারগুলোকে আরও ত্রাণ সামগ্রী দেওয়া হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের উত্তর ভাকুরিয়া, কাওয়াডোল ও রসিকপুর-সহ বেশ কয়েকটি বন্যাকবলিত গ্রামে ফুলহার নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতির ফলে অচল হয়েছে যাতায়াত ব্যবস্থা। এমন অবস্থায় এই ত্রাণ সহায়তা পেয়ে কতটা স্বস্তি মিলবে বন্যা দুর্গত গ্রামবাসীদের সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda: একটানা ভারী বৃষ্টিতে বন্যা! ঘরবাড়ি জলের তলায়, নৌকায় চেপে ত্রাণ বিলি খোদ রাজ্যের মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল