এক আম বিক্রেতা আরমান নাদাব জানান, “মরশুম শেষে আম বিক্রি করে ব্যাপক লাভ হচ্ছে। দিনে প্রায় দুই থেকে তিন কুইন্টাল আম বিক্রি হয়। বাজারে সারা বছর বিভিন্ন রকম সবজি ফল বিক্রি করি। আমের মরশুম শেষের দিকে। তবে বাগানে কিছু কিছু বৃন্দাবনি আম রয়েছে। চাষিরা আম বাজারে নিয়ে আসছেন। তাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করছি। ভাল রোজগার হচ্ছে।”
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলে ডাল-ভাত অতীত! এবার গঙ্গার চওড়া পেটির ইলিশ, আহ্লাদে আটখানা পড়ুয়ারা, খেল কব্জি ডুবিয়ে
এক আম ক্রেতা রিয়াজউদ্দিন নাদাব জানান, “অন্যান্য বিখ্যাত প্রজাতির আমের মতোই বৃন্দাবনি আম খেতে খুব মিষ্টি ও সুস্বাদু। এখনও আম আছে, দেখে ভাল লাগছে। মালদহের বাগানে এখনও বৃন্দাবনি আম দেখতে পাওয়া যায়। তবে মরশুম শেষের দিকে তাই আমের দাম অনেকটাই বেশি হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফজলি, লক্ষণভোগ, হিমসাগর নানা বিখ্যাত প্রজাতির আমের দিন শেষ হলেও জেলাবাসীর মন জয় করছে মালদহের বৃন্দাবনি আম। দামদর কষাকষি না করেই হু হু করে বিক্রি হচ্ছে আম। দাম বেশি হলেও মুখে আমের স্বাদ কে ধরে রাখতে বাজারে ভিড় জমাচ্ছেন জেলার আম প্রেমীরা।