মিড ডে মিলে ডাল-ভাত অতীত! এবার গঙ্গার চওড়া পেটির ইলিশ, আহ্লাদে আটখানা পড়ুয়ারা, খেল কব্জি ডুবিয়ে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
স্কুলের ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল সুস্বাদু গঙ্গার ইলিশ। ফলতা এলাকায় যে হুগলি নদী রয়েছে সেই নদীর ইলিশ এবার ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে। ইলিশ ভাজা, ভাপা সহ একাধিক পদের আয়োজন করা হয় সেখানে।
ফলতা, নবাব মল্লিক: এবার ফলতা এফপি স্কুলের ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল সুস্বাদু গঙ্গার ইলিশ। ফলতা এলাকায় যে হুগলি নদী রয়েছে সেই নদীর ইলিশ এবার ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে। ইলিশ ভাজা, ভাপা সহ একাধিক পদের আয়োজন করা হয় সেখানে। বেশ কয়েক বছর ধরে এই স্কুলে ইলিশ উৎসবের আয়োজন করে আসছে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর।
তিনি জানিয়েছেন, এই ইলিশ সমুদ্রের ইলিশ নয়। ফলতায় যে নদী রয়েছে সেখান থেকে ধরে আনা সুস্বাদু ইলিশ। পঠনপাঠনের সঙ্গে মধ্যাহ্ন ভোজ আকর্ষণীয় করার জন্য এই ইলিশ উৎসবের আয়োজন করা হয়। স্কুলের ৪০৫ জন শিক্ষার্থী মহা আনন্দে এই ইলিশ উৎসবে অংশগ্রহণ করে। ইলিশ উৎসবের মেনুতে ছিল আলুভাতের সঙ্গে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা ও ভাপা।
advertisement
advertisement
সেসময় সেখানে দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকার একাধিক গুণি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্কুলে আয়োজিত হওয়া এই ইলিশ উৎসবে কব্জি ডুবিয়ে খেয়েছে স্কুলের কচিকাঁচারা। ফলতায় শিক্ষকদের উদ্যোগে স্কুলে এই ইলিশ উৎসব আয়োজিত হওয়ায় খুশি খুদেরা। ইলিশ খেতে গিয়ে যাতে কারোও গলায় কাঁটা বেঁধে অসুবিধা না হয় সেজন্য ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের এই ইলিশ উৎসব নিয়ে খুশি ছাত্র-ছাত্রীদের অভিভাবকগনও। এই ইলিশ উৎসব নিয়ে ফলতা এফপি স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর খুবই খুশি। তিনি জানিয়েছেন বিগত বেশ কয়েকবছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছেন তিনি। ছাত্র-ছাত্রীদের কাছে থেকে এ নিয়ে ভাল সাড়া পেয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 12:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মিড ডে মিলে ডাল-ভাত অতীত! এবার গঙ্গার চওড়া পেটির ইলিশ, আহ্লাদে আটখানা পড়ুয়ারা, খেল কব্জি ডুবিয়ে