'কেদারনাথের কালী মন্দির', জমে ওঠে কৌশিকী অমাবস্যায়! জানুন বাংলায় কোথায় রয়েছে এই মন্দির
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
কেদারনাথের এই কালী মন্দিরে কৌশিকী অমাবস্যায় ভক্তের ঢল নামে চোখে পড়ার মতো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুজো, পুষ্পাঞ্জলী, মন্ত্র পাঠ,যাগযজ্ঞ, ভোগ রন্ধন ভক্তের সমাগম সব মিলিয়ে একপ্রকার উৎসবের চেহারা নেয় মন্দির চত্বর।
advertisement
advertisement
advertisement
মন্দিরের পুরোহিত মিলন চক্রবর্তী জানান, কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি বলে মনে করা হয়। ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে 'তারা রাত্রি'ও বলা হয়। প্রচলিত আছে এই দিনেই সাধক বামাখ্যাপা তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যার তিথি অন্য পাঁচটা অমাবস্যার থেকে অধিক গুরুত্বপূর্ণ।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
advertisement