'কেদারনাথের কালী মন্দির', জমে ওঠে কৌশিকী অমাবস্যায়! জানুন বাংলায় কোথায় রয়েছে এই মন্দির

Last Updated:
কেদারনাথের এই কালী মন্দিরে কৌশিকী অমাবস্যায় ভক্তের ঢল নামে চোখে পড়ার মতো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুজো, পুষ্পাঞ্জলী, মন্ত্র পাঠ,যাগযজ্ঞ, ভোগ রন্ধন ভক্তের সমাগম সব মিলিয়ে একপ্রকার উৎসবের চেহারা নেয় মন্দির চত্বর।
1/6
কেদারনাথের এই কালী মন্দিরে কৌশিকী অমাবস্যায় ভক্তের ঢল নামে চোখে পড়ার মত। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুজো, পুষ্পাঞ্জলী, মন্ত্র পাঠ,যাগযজ্ঞ, ভোগ রন্ধন ভক্তের সমাগম সব মিলিয়ে একপ্রকার উৎসবের চেহারা নেয় মন্দির চত্বর।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
কেদারনাথের এই কালী মন্দিরে কৌশিকী অমাবস্যায় ভক্তের ঢল নামে চোখে পড়ার মতো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুজো, পুষ্পাঞ্জলী, মন্ত্র পাঠ,যাগযজ্ঞ, ভোগ রন্ধন ভক্তের সমাগম সব মিলিয়ে একপ্রকার উৎসবের চেহারা নেয় মন্দির চত্বর। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
2/6
তবে এই কেদারনাথের মন্দিরটি অবস্থিত দুর্গাপুর শিল্প নগরীতে।দুর্গাপুরের ভারতী এলাকায় কেদারনাথ মন্দির চত্বরে রয়েছে টেরাকোটার কাজ করা একটি দক্ষিণাকালী মায়ের বিশাল মন্দির।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
তবে এই কেদারনাথের মন্দিরটি অবস্থিত দুর্গাপুর শিল্প নগরীতে। দুর্গাপুরের ভারতী এলাকায় কেদারনাথ মন্দির চত্বরে রয়েছে টেরাকোটার কাজ করা একটি দক্ষিণাকালী মায়ের বিশাল মন্দির। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
প্রতিটি অমাবস্যাতেই এই মন্দিরে ভক্তের ঢল নামে।তবে কৌশিকী অমাবস্যায় তক্তের সংখ্যা যেন কয়েক গুণ বেড়ে যায় এই মন্দিরে।কৌশিকী অমাবস্যার বিশেষত্ব নিয়ে বলছেন পুরোহিত, জেনে নিন। ( ছবি ও তথ্য দীপিকা সরকার)
প্রতিটি অমাবস্যাতেই এই মন্দিরে ভক্তের ঢল নামে। তবে কৌশিকী অমাবস্যায় তক্তের সংখ্যা যেন কয়েকগুণ বেড়ে যায় এই মন্দিরে। ( ছবি ও তথ্য দীপিকা সরকার)
advertisement
4/6
মন্দিরের পুরোহিত মিলন চক্রবর্তী জানান, কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি বলে মনে করা হয়। ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে 'তারা রাত্রি'ও বলা হয়। প্রচলিত আছে এই দিনেই সাধক বামাখ্যাপা তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন।তাই কৌশিকী অমাবস্যার তিথি অন্য পাঁচটা অমাবস্যার থেকে অধিক গুরুত্বপূর্ণ।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
মন্দিরের পুরোহিত মিলন চক্রবর্তী জানান, কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি বলে মনে করা হয়। ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে 'তারা রাত্রি'ও বলা হয়। প্রচলিত আছে এই দিনেই সাধক বামাখ্যাপা তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যার তিথি অন্য পাঁচটা অমাবস্যার থেকে অধিক গুরুত্বপূর্ণ।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
5/6
এদিন এই মন্দিরে প্রায় দু'তিন হাজার ভক্তের জন্য মায়ের ভোগ সেবার আয়োজন করা হয়।ভোগের মধ্যে থাকে খিচুড়ি, সব্জি, পায়েস ইত্যাদি।পুজো শেষে শুরু হয় ভোগ বিতরণের পালা।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
এদিন এই মন্দিরে প্রায় দু'তিন হাজার ভক্তের জন্য মায়ের ভোগ সেবার আয়োজন করা হয়। ভোগের মধ্যে থাকে খিচুড়ি, সবজি, পায়েস ইত্যাদি। পুজো শেষে শুরু হয় ভোগ বিতরণের পালা। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
6/6
মন্দিরে পুজো দিতে আসা একদল মহিলা ভক্ত জানান, আমরা প্রতি অমাবস্যাতেই এই মন্দিরে আসি মায়ের পুজো দিতে।প্রতিটি অমাবস্যাতেই ভক্ত সমাগম হয় এখানে। তবে কৌশিকী অমাবস্যায় এত বড় মন্দির চত্বরে তিল ধরনের জায়গা থাকে না।এই দিনটিতে এখনে এক প্রকার উৎসবের চেহারা নেয়।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
মন্দিরে পুজো দিতে আসা একদল মহিলা ভক্ত জানান, "আমরা প্রতি অমাবস্যাতেই এই মন্দিরে আসি মায়ের পুজো দিতে।প্রতিটি অমাবস্যাতেই ভক্ত সমাগম হয় এখানে। তবে কৌশিকী অমাবস্যায় এত বড় মন্দির চত্বরে তিল ধরনের জায়গা থাকে না। এই দিনটিতে এখনে এক প্রকার উৎসবের চেহারা নেয়।" (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
advertisement
advertisement