বিভিন্ন সাংস্কৃতিক উৎসব এবং প্রদর্শনী অনুষ্ঠানে তাঁর সংগ্রহে থাকা একাধিক ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী প্রদর্শনের জন্য নিয়ে গিয়ে থাকেন তিনি। প্রাচীনকালের একাধিক রকম মুদ্রা সংগ্রহে রয়েছে তাঁর। যাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারতের প্রথম মুদ্রা “পঞ্চ-চিহ্নিত”। রাজা পুশকর সিং এর আমলে তৈরি প্রাচীন এই মুদ্রা আজ সোনা বরাবর দাম বলে দাবি তাঁর।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তিনি জানান, “দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে এই মুদ্রা গুলো সংগ্রহ করেছেন তিনি। প্রাচীন কাল থেকে বর্তমান সময়ের শতাধিক রকম মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে।”এমনই এক সংগ্রহকারী অম্লান চক্রবর্তী জানান, “সারা বছর কোনও না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবে পবাল বাবু তাঁর সংগ্রহে থাকা ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী প্রদর্শনের জন্য নিয়ে যান। গৌড়বঙ্গ নিউমিসম্যাটিক এন্ড কালেক্টরস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এই প্রদর্শনী করা হয়। প্রদর্শনীতে একাধিক এন্টিক কালেক্টররা তাঁদের ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী নিয়ে আসেন।”
কালের সঙ্গে বদলেছে বহু শাসন। রাজা থেকে ব্রিটিশ বিভিন্ন আমলে তৈরি হয়েছে একাধিক মুদ্রা। তবে ভারতের এই প্রথম মুদ্রা ইতিহাসের অন্যতম সাক্ষী। প্রাচীন এই মুদ্রা সকলের কাছে মূল্যহীন মনে হলেও সংগ্রহকারীদের কাছে অমূল্য একটি সম্পদ।
জিএম মোমিন





