নামিদামি বেসরকারি স্কুল নয়, এই ব্যবস্থাটি চালু হয়েছে মালদহ শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে। এদিন মালদহ জেলা পরিষদ ও জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের উদ্যোগে শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ডিজিটাল বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইস ব্যবস্থা চালু করা হল।
আরও পড়ুন : সাতসকালে গঙ্গায় এমন দৃশ্য দেখে শিউড়ে উঠলেন সবাই! নদীতে যা ভেসে এল, জানুন
advertisement
জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, “এই ব্যবস্থা চালু হওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির উপর নজর রাখতে পারবেন অভিভাবকরা।”
আরও পড়ুন : হঠাৎ হাহাকার নদীর পাড়ে! ডুবে গেল কৃষকবোঝাই নৌকা, নিখোঁজ যুবককে ঘিরে চাঞ্চল্য
স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর রায় জানান, “ডিজিটাল বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পরিষেবার ফলে অভিভাবকরা তাদের মোবাইল অ্যাপে মেসেজের মাধ্যমে জানতে পারবেন বাচ্চারা স্কুলে এসেছে কিনা। এর ফলে দুশ্চিন্তার বিষয়টি থেকে মুক্তি পাবেন অভিভাবকরা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তরবঙ্গের এই প্রথম কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ব্যবস্থা চালু হওয়ায় প্রশংসায় পঞ্চমুখ মালদহ জেলা পরিষদ ও জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ। তাদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকরা।