মালদহের ফার্ম এলাকার বিশাল মাঠে প্রায় পঞ্চাশটিরও বেশি স্টল করে পাইকারি ও খুচরো মূল্যের দোকান বসানো হয়েছে। ড্রোন, হেলিকপ্টার, বাটারফ্লাই, আমরেলা, ডান্সিং পিকক ইত্যাদি হাজারো রকমের বাজির সমাহার রয়েছে এই বাজি বাজারে।
advertisement
মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, ‘নিরাপত্তার কথা বিবেচনা করে মালদহ শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার করা হয়েছে। ১৪ অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বাজি বাজারের। চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। এবছর ৫২ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন বাজি বাজারে। লটারির মাধ্যমে তাদের স্টল বন্টন করা হয়েছে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাজি বাজারের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। বাজি বাজার চত্বরে আগুন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফ। পাশাপাশি ২৪ ঘণ্টা বাজি বাজারে নজরদারি চালাবেন দমকল কর্মীরা এবং বাজি বাজার চলা অবধি একটি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য।