মালদা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলেন বিজ্ঞানীরা। মাঠে গিয়ে হাতে কলমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। শুধুমাত্র বিভিন্ন ফসল নয়, সঙ্গে জেলার আম চাষেরও আরও কীভাবে উন্নত করা যায় ও উৎপাদন বৃদ্ধি করা যায় সেই সমস্ত বিষয় নিয়েও জেলার বিভিন্ন আমবাগানগুলিতে ঘুরলেন কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের এই প্রতিনিধি দল।
advertisement
কেন্দ্রীয় কৃষি সি.আই.এস.এইচ সংস্থার ডাইরেক্টর ডঃ টি দামোদরণ জানান, “বর্তমানে কৃষকরা বৈজ্ঞানিক উপায় না জানায় কৃষি কাজের ক্ষেত্রে লোকসানে পড়েন। কেন্দ্র সরকারের উদ্যোগে বিশেষ অভিযান চালান হচ্ছে জেলা জুড়ে। যেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা জেলার বিভিন্ন প্রান্তের গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের চাষের ক্ষেত্রে হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি কৃষি কাজের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা কীভাবে পাওয়া যায় সেই বিষয়ে অবগত করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার অধিকাংশ এলাকা কৃষিকার্যের উপর নির্ভরশীল। শুধু আম বা লিচু চাষ নয়, সবজি চাষ করেও আর্থিক মুনাফা লাভ অর্জন করে থাকেন জেলার চাষিরা। তাই সরকারের এমন কর্মসূচি অনেকটাই সহায়ক হয়ে দাঁড়াবে কৃষকদের জন্য।
জিএম মোমিন





