Indian Railways: মালদা ডিভিশনের মুকুটে নয়া পালক! পূর্ব রেলের প্রথম কোন ডিভিশন পেল আন্তর্জাতিক মানের স্বীকৃতি! পুরোটা জানলে গর্বে বুক ভরে যাবে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
পূর্ব রেলের এই প্রথম কোন রেলওয়ে ডিভিশনকে এই স্বীকৃতি দেওয়া হল
মালদহ: মালদহ রেলওয়ে ডিভিশনের মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক ISO শংসাপত্র এবং জাপানিমানের ব্যবস্থাপনা পদ্ধতি 5S মেথডোলজির স্বীকৃতি পেল পূর্ব রেলের মালদহ ডিভিশন। পূর্ব রেলের এই প্রথম কোন রেলওয়ে ডিভিশনকে ISO 9001-2015 ও 5S মেথডোলজি শংশপত্র দেওয়া হল। এই শংসাপত্রের ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক ক্ষেত্রে এই রেল ডিভিশন থেকে হওয়া পণ্য রফতানি ক্ষেত্রে বিশেষ পরিচিতি পাবে।
মূলত সময়ে ট্রেনের চলাচল ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের জন্য এই ধরনের আন্তর্জাতিক মানের স্বীকৃতি দেওয়া হয় রেলওয়ে ডিভিশনকে। রেলওয়ে ডিভিশনের অন্তর্গত রেলওয়ে স্টেশনগুলির কাজের দ্রুততা, জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা ও মনোরম পরিবেশের মান নির্ধারণের পর এই ধরনের শংসাপত্র দেওয়া হয়।
আরও পড়ুন: আর জ্যামে ফাঁসা নয়, এবার স্যাট করে যাওয়া যাবে কলকাতা-শিলিগুড়ি! খুলতে চলেছে ৫২১ কোটি টাকার নতুন সেতু
advertisement
advertisement
মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম মানিস কুমার গুপ্তা জানান, “5S মেথডোলজি হচ্ছে একটি জাপানিমানের ব্যবস্থাপনা পদ্ধতি। এই ব্যবস্থাপনা পদ্ধতি রেলওয়ে স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, মনোরমগত পরিবেশ সহ একাধিক মান নির্ধারণ করা হয়। স্টেশনগুলির মধ্যে কোনরকম অব্যবহার যোগ্য ফাঁকা স্থান থাকবে না। পাশাপাশি ISO হচ্ছে যেখানে রেলওয়ে ডিভিশনের অন্তর্গত সমস্ত রেলওয়ে স্টেশনের কাজের গতি ও পণ্যের মান দেশ-বিদেশে রফতানির ক্ষেত্রে মান যোগ্য থাকবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ রেল ডিভিশনের অধীনে সব মিলিয়ে প্রায় ১০০ টি স্টেশন রয়েছে। ইতিমধ্যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আধুনিক রূপে সাজান হয়েছে মালদহ ডিভিশনের অন্তর্গত একাধিক রেলওয়ে স্টেশনগুলি। এবারে সেই রেলওয়ে স্টেশনগুলির পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও কাজের মান নির্ধারণ করে আন্তর্জাতিক মানের শংসাপত্র পেল মালদহ রেলওয়ে ডিভিশন।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 2:10 PM IST
