আম যে এত প্রজাতির হয় তা থেকে আজও অজ্ঞাত অনেকে। চাষিদের চাষ ক্ষেত্রে আগ্রহ কমায় হারাচ্ছে বিগত দিনের ফলের পরিচয়। শতাধিক প্রজাতির আম শুধু এ রাজ্যে। ভিন রাজ্য সহ রাজ্যের প্রায় ৩০০ প্রজাতির আমকে প্রদর্শনীর মাধ্যমে দেখিয়ে চাষিদের সেই হারিয়ে যাওয়া আমকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হল মালদা জেলা উদ্যান পালন দফতর।
advertisement
আরও পড়ুন: দিল্লির আম মেলায় এবার থাকছে মালদার ১৯ মেট্রিক টন আম, কবে শুরু হচ্ছে এই মেলা
জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “রাজ্য সরকারের উদ্যোগে মালদহ জেলায় শুরু হয়েছে চারদিন ব্যাপী আম মেলা। এখানে প্রদর্শনীর মাধ্যমে প্রায় ৩০০ প্রজাতির আমকে তুলে ধরা হচ্ছে জেলাবাসীদের মধ্যে। পাশাপাশি জেলার শতাধিক চাষিদের আমগুলো প্রতিযোগিতার জন্য আনা হয়েছে মেলায়। মেলায় তাদের আমকে পুরস্কৃত করা হবে। এতে আম চাষের ক্ষেত্রে চাষিদের আরও বেশি করে আগ্রহ বাড়বে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি উজ্জ্বল সাহা বলেন, লুপ্তপ্রায় শতাধিক প্রজাতির আমকে টিকিয়ে রাখার জন্য রাজ্য সরকারের উদ্যোগে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। লুপ্তপ্রায় প্রজাতির আমের গাছের চারাগুলো জোগাড় করে পুনর্গঠিত করা হবে এবং পরিচর্যার পর সেই চারাগুলো জেলার আম চাষিদের দেওয়া হবে।
কোহিনূর, রয়েল কিংস, বেগম ফলি, সুবর্ণরেখা, মধু লতিকা, সূর্যপুরী, সুজাতা সহ শতাধিক প্রজাতির আম এখন জেলায় বিলুপ্তপ্রায়। তবে হারিয়ে যাওয়া সেই আমের পুনর্মান করে ফের বাঙালির পাতে দিতে অক্লান্ত প্রচেষ্টায় মরিয়া উদ্যান পালন দফতর। মালদহ জেলার আম মেলা থেকে লুপ্তপ্রায় ১৫০ প্রজাতির আমকে জেলাবাসীদের কাছে তুলে ধরে, সেই প্রজাতির আমকে চাষের জন্য উৎসাহ করতে উদ্যোগী হল জেলা উদ্যান পালন দফতর।
জিএম মোমিন