অনূর্ধ্ব ১৭ জাতীয় ভলিবল দলে নির্বাচিত হয়েছে নবম শ্রেণীর ছাত্র বিকি মন্ডল। মালদহের মানিকচক শিক্ষানিকেতনের নবম শ্রেণীর ছাত্র। রাজ্যস্তরে ভাল খেলার সুবাদে এই সুযোগ মিলেছে।
নির্বাচকেরা তাঁর খেলায় মুগ্ধ হয়েছেন। কলকাতায় জাতীয় ভলিবল দলের জন্য বাছাই পর্বের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই সুযোগ মিলেছে। মানিকচক শিক্ষা নিকেতনের সহ-শিক্ষক নিলয় মিশ্র বলেন, কলকাতায় একটি জাতীয় দলের নির্বাচন ছিল। আমার স্কুলের দুই ছাত্রকে সেখানে নিয়ে গিয়েছিলাম তাদের মধ্যে একজন সুযোগ পেয়েছে, আমাদের খুব ভাল লাগছে।
advertisement
আরও পড়ুন- কাঠের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন পুরুলিয়ার এই শিল্পী, জানুন
মালদহের মানিকচক ব্লকের সিংপাড়ার বাসিন্দা বিকি মন্ডল। বাবা অমর মন্ডল ভিন রাজ্যে টোটো চালক। মা অনিমা মন্ডল গৃহবধূ। ছোট থেকেই বিকির খেলাধুলার প্রতি আগ্রহ।
স্কুলের গেম টিচার নিলয় মিশ্র যোগদান করার পর থেকে খেলাধুলায় তার অভূতপূর্ব উন্নতি হয়েছে। তার খেলা দেখে নিলয়বাবু তাকে ভলিবল খেলার প্রতি বেশি করে গুরুত্ব দিতে বলেন। স্কুল ভলিবল টিমের হয়ে খেলা শুরু করে বিকি।
অষ্টম শ্রেণীতে পড়াকালীন জেলার হয়ে বিভিন্ন ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।চলতি বছরে তামিলনাড়ু ও কোচবিহারে রাজ্যের হয়ে খেলে বিকি। গত সপ্তাহে নিলয় মিশ্র খবর পান কলকাতায় অনূর্ধ্ব সতেরো ভারতীয় জাতীয় ভলিবল দলের জন্য নির্বাচন চলছে।
খবর পেয়ে দুই ছাত্র বিকি মন্ডল ও অনিক মন্ডলকে নিয়ে কলকাতা ছুটেন। আর সেই প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় ভলিবল দল নির্বাচকরা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে মোট ১৮ জন খেলোয়ারকে জাতীয় দলের জন্য নির্বাচন করেন।
আরও পড়ুন- দুর্গা মা-এর পুজো, তাই মায়েদের সন্মান জানানোই পুজোর এবারের থিম! কোথায়?
বাবার টোটো চালানোর উপার্জনের টাকায় চলে সংসার।অভাবের সংসার হলেও থেমে থাকেনি বিকি,খেলা চালিয়ে গেছে। জাতীয় দলে নির্বাচনের খবরে খুশি বিকির পরিবার থেকে প্রতিবেশীরা।
হরষিত সিংহ





