Durga Puja 2023: দুর্গা মা-এর পুজো, তাই মায়েদের সন্মান জানানোই পুজোর এবারের থিম! কোথায়?

Last Updated:

Durga Puja 2023: বাঁশ, বাটাম এবং বিভিন্ন পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করে তৈরি হচ্ছে মণ্ডপ।

+
মায়েদের

মায়েদের সম্মান জানাতে পুজো

বাঁকুড়া: আবারও থিমের চমক বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে। ভারত মাতা থেকে শুরু করে শিশুকে কোলে নিয়ে জঙ্গলমহলের কর্মরর্তা মা। সব মাকে সন্মান জানিয়ে আয়োজিত হচ্ছে এক বিশেষ থিম। রানিবাঁধ নবারুণ সংঘের পুজো এবার পা দিল ৪৫ তম বর্ষে।
এবারের থিম ‘মাতৃঋণ’। এই থিম নজর কেড়েছে বহু মানুষের। যে অসাধারণ ছবিগুলি দেখতে পাচ্ছেন, সেগুলি এঁকেছেন খাতড়ার শিল্পী শ্রী বাবলু মণ্ডল। প্রতিমা তৈরি করেছেন স্থানীয় শিল্পী বিশ্বনাথ সাইনি। মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের পরতে পরতে। রয়েছে প্রতিটি মায়ের জীবন যুদ্ধের কথা।
আরও পড়ুন: পুজোয় এবার মদ কিনতে বিরাট সমস্যা হবে? লোকসানের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ আবগারি দফতর
সমাজে মায়েদের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানো হয়েছে এই থিমের মাধ্যমে। পুজো শুরু হওয়ার আগেই উপভোগ করছেন সাধারণ মানুষ। শুধু মাত্র রক্ত মাংসের মায়ের কথা ভাবা হয়েছে এমনটা নয়। মা আসছেন, আর সেই আনন্দে যাতে প্রকৃতি মায়ের কোনও ক্ষতি না হয় সেটা মাথায় রেখে মন্ডপে ব্যাবহার করা হয়েছে পরিবেশ বান্ধব সামগ্রী। বাঁশ, বাটাম এবং বিভিন্ন পরিবেশ বান্ধব সামগ্রী ব্যাবহার করে তৈরি হচ্ছে মণ্ডপ। আর সেই মণ্ডপের জায়গা পেয়েছে মাতৃঋণ সম্পর্কিত বিভিন্ন ছবি।
advertisement
advertisement
কথায় আছে একটি ছবি হাজার কথা বলতে পারে। এই চিত্রগুলি সেই বার্তাই বহন করছে। পুজো যত এগিয়ে আসছে ততই যেন কর্মতৎপরতা বাড়ছে মণ্ডপের। পুজো কমিটি দিন রাত এক করে কাজ করে চলেছে যাতে দর্শনার্থীরা পুজোর স্বাদ গ্রহণ করতে পারেন। রানিবাঁধ নবারুণ সংঘ পুজো মণ্ডপ চত্বরে সেই শেষ প্রস্তুতির ব্যস্ততা চোখে পড়ল এদিন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: দুর্গা মা-এর পুজো, তাই মায়েদের সন্মান জানানোই পুজোর এবারের থিম! কোথায়?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement