Durga Puja 2023: কাঠের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন পুরুলিয়ার এই শিল্পী, জানুন

Last Updated:

Durga Puja 2023: গড় পঞ্চকোটে ঘরে, ঘরে পৌঁছে যাচ্ছে কাঠের দুর্গা। চোখ টানছে পর্যটকদেরও, দেখুন।

+
কাঠের

কাঠের দুর্গা

পুরুলিয়া: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মা দুর্গার আগমনে মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। জেলা পুরুলিয়ার গড় পঞ্চকোটে দুর্গা প্রতিমার এক অনন্য রূপ দেখা গেল।‌ মাটির দুর্গা ছেড়ে এবার কাঠের দুর্গা তৈরি হচ্ছে গড় পঞ্চকোটে। যা নজর কেড়েছে বহু মানুষের। ঘরে, ঘরে শোভা পাচ্ছে এই কাঠের দুর্গা।
নিপুণ হস্তশিল্প চোখ টানছে পর্যটক-সহ জেলার মানুষদের। পুরুলিয়া জেলায় কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। পুজোর সময়তেও পর্যটকেরা নিরিবিলিতে ছুটি কাটাতে আসেন পুরুলিয়াতে। আর গড় পঞ্চকোট পুরুলিয়ার অন্যতম টুরিস্ট স্পট। তাই এখানে একবার হলেও ঢু মেরে যান পর্যটকেরা।
‌আরও পড়ুন: দুর্গা মা-এর পুজো, তাই মায়েদের সন্মান জানানোই পুজোর এবারের থিম! কোথায়?
এখানে আগত পর্যটকদেরও যথেষ্ট পছন্দ হচ্ছে এই কাঠের দুর্গা। রিঙ্কু কৈবর্ত নামে এক হস্তশিল্পী এই কাঠের দুর্গা তৈরি করছেন। এলাকায় তাঁর দোকান ‘দিদির দোকানে’-র নামেই পরিচিত।‌ এখনও সেই ভাবে পর্যটনের মরসুম শুরু না হওয়ার কারণে এই কাঠের দুর্গা গুলির দাম তিনি রেখেছেন ২০০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে। কিন্তু শীতের মরসুমে এই কাঠের দুর্গার দাম থাকবে ৩০০০ টাকা থেকে ৩২০০ টাকা পর্যন্ত। ‌
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোয় এবার মদ কিনতে বিরাট সমস্যা হবে? লোকসানের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ আবগারি দফতর
এ বিষয়ে হস্তশিল্পী রিঙ্কু কৈবর্ত জানান , পরিবারের সব সদস্যরা মিলে তারা এই কাজ করে থাকেন। কেঞ্জাকুড়া থেকে এই কাজ তিনি শিখেছেন। এই কাজে যথেষ্ট পরিশ্রম রয়েছে। গামার গাছ ও সোনাঝুরি গাছ দিয়ে তৈরি তাঁদের এই দুর্গা। কাঠের উপর নির্ভর করে দুর্গার দাম নির্ধারিত হচ্ছে। একসঙ্গে ৫টি কাজ করা যায়। এই কাজ করতে সময় লাগে প্রায় সাত দিন। ‌
advertisement
পুরুলিয়া জেলাতে কাঠের উপর হস্তশিল্পের কারুকার্য কমই দেখা যায়। কাঠের উপর হস্তশিল্প বাঁকুড়া জেলাতে বিখ্যাত। ‌ তাই বাঁকুড়ার প্রখ্যাত কাঠের শিল্পকলাকে পুরুলিয়ায় নিয়ে আসছেন শিল্পী রিঙ্কু কৈবর্ত। বিশেষত দুর্গাপুজোর পূর্বে তাঁর হাতের তৈরি দুর্গা যেন মন কেড়ে নিচ্ছেন পর্যটক-সহ জেলার মানুষদের।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: কাঠের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন পুরুলিয়ার এই শিল্পী, জানুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement