এর পাশাপাশি এক বিঘা টমেটো ক্ষেত তছনছ করে দেয় হাতির দলটি। চোখের সামনে সবটা দেখেও কিছুই করতে পারেন না এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই হাতির পাল জঙ্গল থেকে লোকালয়ে হানা দিচ্ছে সন্ধ্যা নামতেই। কখনও কৃষকের চাষের জমি, আবার কখনও ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে চলে যাচ্ছে l এলাকার কৃষকরা লাগাতার এভাবে হাতির হানায় আতঙ্কে রয়েছেন।
advertisement
আরও পড়ুন: পালিত হচ্ছে গদান বথর উৎসব, জানেন কেন এই পুজোর আয়োজন করা হয়
ক্ষতিগ্রস্ত এক চাষি মেহেতাব হোসেন জানান, “জঙ্গল থেকে কমপক্ষে ১০-১৫ টির বেশি হাতি পশ্চিম শালকুমার গ্রামে ঢুকে আমার প্রায় এক বিঘা টমেটো ক্ষেত নষ্ট করে দেয়। হাতির দলটি তান্ডব চালায় প্রায় আড়াই ঘন্টা।” এবিষয়ে জলদাপাড়া বন বিভাগের মাদারিহাট রেঞ্জের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, “ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।”
Annanya Dey






