TRENDING:

Alipurduar News: বেসরকারিকরণের ঠেলা! ৮ মাস ধরে ভুগতে হচ্ছে মহুয়া চা বাগানের শ্রমিকদের

Last Updated:

মহুয়া চা বাগান ২০২৪ সালে বেসরকারি হয়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: প্রায় আট মাস থেকে বন্ধ মহুয়া চা বাগান। এই বাগানের মোট শ্রমিক সংখ্যা ১৫১ জনের মধ্যে স্থায়ী শ্রমিক মাত্র ৭৮ জন। বাকি সব অস্থায়ী বিঘা শ্রমিক। পূর্বে মহুয়া চা বাগান রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল টি ডেভলোপমেণ্ট কর্পোরেশন অধীনস্ত ছিল। পূর্বে পাঁচটি সরকারি চা বাগান ছিল। এর মধ্যে পাহাড়ের রঙ্গেরুন, পেণ্ডাম, রঙমুখ সিডার্স ও ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার হিলা ও আলিপুরদুয়ার জেলার মহুয়া। কিন্তু ২০১৪ সালে এই পাঁচটি চা বাগান বেসরকারি হয়ে যায়। সেসময় এই বেসরকারি করণের বিরোধিতা করেছিল মহুয়া চা বাগানের শ্রমিকরা। মহুয়া চা বাগানটি তোর্ষা চা বাগানের কোম্পানির হাতে চলে যায়।
advertisement

গতবছরের মে মাস থেকে অচলাবস্থা শুরু হয় মহুয়া চা বাগানে। মহুয়া চা বাগানের শ্রমিকদের চারটি ফোর্টনাইট পেমেণ্ট দুমাসের বেতন বকেয়া রয়েছে। মহুয়া চা বাগানের শ্রমিকরা জানান, ২০২৪ সালে মহুয়া চা বাগান বেসরকারি হয় এবং তখন থেকেই বাগানের অবস্থা শোচনীয়। তখন থেকেই বাগানের শ্রমিকরা নিজেদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের আবাসন এমনকি বাগানের অফিস মেরামত হয়না। শ্রমিকরা জানান, বাগানের বহু শেড ট্রি কেটে নিয়ে গেছে। কমপক্ষে ৩০০-র উপরে গাছ কেটে নিয়ে গেছে কিন্তু শ্রমিকদের আবাসন মেরামত হয়না। প্রোফিডেণ্ট ফাণ্ডে টাকা জমা হয়না।

advertisement

আরও পড়ুন: কাজে মন নেই চা শ্রমিকদের! কেন জানলে আপনিও ধিক্কার জানাবেন

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এর পাশাপাশি শ্রমিকরা আরও জানান, পূর্বে যখন রাজ্য সরকারের অধীনস্ত আলাদা চা বাগান ছিল তখন শ্রমিকরা সুখে সাচ্ছন্দে ছিল। সমস্ত সুযোগ সুবিধা সময় মত মিলত। কিন্তু তোর্ষা কোম্পানির অধীনে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমস্যা। মহুয়া চা বাগানের শ্রমিক নেতারা জানান, বর্তমানে বাগান বন্ধ কিন্তু তাদের কাছে কোনো নোটিশ আসেনি বন্ধের। বাগানের অফিসে কোনো নোটিশ নেই। একজন সহকারি ম্যানেজার বাগানে থাকতেন, তিনিও বাগান ছেড়ে চলে গিয়েছেন। বাগানে পানীয় জলের তীব্র সঙ্কট পাম্প খারাপ দীর্ঘদিন থেকে। অনিশ্চিত ভবিষ্যত মধ্যে আছেন মহুয়া চা বাগানের শ্রমিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘূর্ণিঝড় মন্থার জের! আর কত দিন সমুদ্রে যেতে পারবেন না মৎস্যজীবীরা? জানিয়ে দিল মৎস্য দফতর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বেসরকারিকরণের ঠেলা! ৮ মাস ধরে ভুগতে হচ্ছে মহুয়া চা বাগানের শ্রমিকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল