BJP Joining: তৃণমূলের নেতা যোগ দিলেন বিজেপিতে! কে তিনি জানেন? চমকে উঠবেন শুনে! উচ্ছ্বসিত বিজেপি, কী কারণে দলবদল, বিরাট দাবি

Last Updated:

BJP Joining: তৃণমূলে যোগ দেওয়ার পরে উত্তরপূর্ব ভারতের ত্রিপুরা, অসম সহ কয়েকটি জায়গায় নাথ যোগীদের নানান দায়িত্ব সামলেছেন শ্যামলবাবু।

কে সেই নেতা জানেন? চমকে যাবেন
কে সেই নেতা জানেন? চমকে যাবেন
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: তৃণমূল ঘুরে ফের বিজেপিতে ফিরে এলেন শ্যামল নাথ। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্যামল নাথ। বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে ছিলেন। এছাড়া গোটা রাজ্যের নাথ ও যোগী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ছিলেন শ্যামলবাবু
advertisement
তৃণমূলে যোগ দেওয়ার পরে উত্তরপূর্ব ভারতের ত্রিপুরা, অসম সহ কয়েকটি জায়গায় নাথ যোগীদের নানান দায়িত্ব সামলেছেন শ্যামলবাবুপাশপাশি আলিপুরদুয়ার কলেজ হল্ট ব্যবসায়ী সমিতির বর্তমানে সম্পাদকের দায়িত্বে রয়েছেনএহেন শ্যামল বাবু আবার বিধানসভা ভোট আসতেই ফুল বদলে ফেললেনএবার তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যোগ দিলেন
advertisement
advertisement
বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে গিয়ে পদ্ম পতাকা হাতে নেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি মিঠু দাসএদিন শ্যামল বাবুর সঙ্গে আরও কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছেনশ্যামল নাথ বলেন, “আমি সনাতনি হিন্দু মানুষ। যারা একটি বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য সব কাজ পরিচালনা করেন তাদের সঙ্গে থাকা যায় নাপশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বা পাকিস্থান করার চক্রান্ত চলছে। তাই ওদের সঙ্গে থাকা যায় না। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারও কোন বিরোধ নেই। “
advertisement
এই দলবদলে উচ্ছসিত পদ্মশিবির। এদিন এই দলবদল অনুষ্ঠানের পরে জেলা বিজেপির সভাপতি মিঠু দাস বলেন, “ শ্যামলবাবুর সঙ্গে এদিন জেলা কার্যালয়ে তৃণমূলের আরও ১৫ জন বিভিন্ন পদাধিকারি আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা সকলে স্বাগত জানিয়েছিমোদিজির হাত আরও শক্তিশালী হলো।“
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
BJP Joining: তৃণমূলের নেতা যোগ দিলেন বিজেপিতে! কে তিনি জানেন? চমকে উঠবেন শুনে! উচ্ছ্বসিত বিজেপি, কী কারণে দলবদল, বিরাট দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement