আত্মীয়দের সঙ্গে তিনি কুম্ভে গিয়েছিলেন। মোট ২০ জনের দল তাঁরা কুম্ভে পৌঁছয়। সমস্ত কিছুই ঠিক ছিল। সকলে একসঙ্গে পুণ্যস্নান করতে নেমেছিলেন। ভিড়ের মধ্যে প্রত্যেকেই একে অপরের হাত ধরে ছিলেন। স্নানে নামার ঠিক আগে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। ভিড়ের মধ্যেই বিশৃঙ্খলা ছোটাছুটি শুরু হয়।
advertisement
সেই সময় দলের প্রত্যেকেই এদিক ওদিক চলে যায়। তবে প্রত্যেকে একে অপরকে খুঁজে পেলেও, সেই ঘটনার পর থেকে বৃদ্ধা অনিতা ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। দলের অন্যান্য সদস্যরা গোটা কুম্ভ মেলা চত্বর খুঁজেছেন অনুসন্ধান কেন্দ্রে গিয়েও খোঁজাখুজি করেছেন কিন্তু কোথাও কোন খোঁজ মিলছে না। বৃদ্ধার ছেলে সৌমেন ঘোষ বলেন, ‘হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তারপর থেকেই দলের সদস্যরা মাকে খুঁজে পাচ্ছেন না। আমরা ফোন মারফত জানতে পেরেছি। আশপাশের হাসপাতাল আশ্রম সমস্ত জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। চিন্তিত রয়েছি আমরা।’
আরও পড়ুন: এবার বিরাট ‘টেনশনে’ সন্দীপ ঘোষ, চাপে পড়ে হাইকোর্টে ছুটলেন! কী হয়েছে জানেন?
সেদিন পদপিষ্টের ঘটনার পর অনেকেই আশপাশের হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। হাসপাতালগুলিতেও দলের অন্যান্য সদস্যরা ওই মহিলার খোঁজ করছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও হদিস মেলেনি। এদিকে খবর পৌঁছেছে পরিবারের কাছে। বৃদ্ধার পরিবার রয়েছে ছেলে-সহ তাঁর পরিবার। মায়ের নিখোঁজ খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন রয়েছে ছেলে-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ওই দলে উপস্থিত অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ হলেও মায়ের কোনও খোঁজ পাচ্ছেন না।
অষ্টমী ঘোষ বলেন, ‘আমার শাশুড়ি মা গিয়েছিলেন কুম্ভমেলায়। মেলায় পৌঁছনোর আগে পর্যন্ত ফোনে কথা হয়েছিল। তারপর খবর পাই হুড়োহুড়ির সময় থেকে নিখোঁজ রয়েছে। আমরা খুব চিন্তায় রয়েছি।’ এমন অবস্থায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ভিড়ের মধ্যে কোথায় কী হয়েছে ওই মহিলার তা কেউ বুঝে উঠতে পারছেন না এখনও। এদিকে আশপাশের হাসপাতালগুলিতেও খুঁজে না পাওয়াই চরম সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা।
হরষিত সিংহ





