RG Kar Scam Case Sandip Ghosh: এবার বিরাট 'টেনশনে' সন্দীপ ঘোষ, চাপে পড়ে হাইকোর্টে ছুটলেন! কী হয়েছে জানেন?

Last Updated:
RG Kar Scam Case Sandip Ghosh: আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়। চার্জফ্রেম প্রক্রিয়া শুরু হতেই 'টেনশনে' প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আশীষ পাণ্ডেরা। কেন?
1/6
আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়। চার্জফ্রেম প্রক্রিয়া শুরু হতেই 'টেনশনে' প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আশীষ পাণ্ডেরা। কেন?
আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়। চার্জফ্রেম প্রক্রিয়া শুরু হতেই 'টেনশনে' প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আশীষ পাণ্ডেরা। কেন?
advertisement
2/6
বিচার প্রক্রিয়ার গতি কমাতে হাইকোর্টে গেলেন সন্দীপ৷ চার্জফ্রেমের সময় বাড়ানোর আবেদন নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ।
বিচার প্রক্রিয়ার গতি কমাতে হাইকোর্টে গেলেন সন্দীপ৷ চার্জফ্রেমের সময় বাড়ানোর আবেদন নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ।
advertisement
3/6
হাইকোর্ট চার্জফ্রেমে ডেডলাইন দিতেই বিড়ম্বনায় পড়েছেন সন্দীপ ঘোষেরা। ৭ দিনে চার্জফ্রেমের সময় পুনর্বিবেনার প্রয়োজন। ১০ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সেটা পড়ার প্রয়োজন রয়েছে। দ্রুত শুনানি হলে অভিযুক্তদের পক্ষে সেই মামলা অংশগ্রহণ করা সম্ভব নয়। এই আবেদন করেছেন সন্দীপ ঘোষের আইনজীবী।
হাইকোর্ট চার্জফ্রেমে ডেডলাইন দিতেই বিড়ম্বনায় পড়েছেন সন্দীপ ঘোষেরা। ৭ দিনে চার্জফ্রেমের সময় পুনর্বিবেনার প্রয়োজন। ১০ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সেটা পড়ার প্রয়োজন রয়েছে। দ্রুত শুনানি হলে অভিযুক্তদের পক্ষে সেই মামলা অংশগ্রহণ করা সম্ভব নয়। এই আবেদন করেছেন সন্দীপ ঘোষের আইনজীবী।
advertisement
4/6
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, 'অতিরিক্ত সলিসিটার জেনারেলকে নোটিশ পাঠিয়ে ফের আবেদন করুন। নিম্ন আদালতে গিয়ে আপনারা আপনাদের বক্তব্য পেশ করুন। কেন আমি ৭ দিনের মধ্যে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলাম, কারণ আরজি কর দুর্নীতির মামলায় বিচারে প্রক্রিয়াগত দেরি করা হচ্ছে। কে করছে, কেন করছে আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে এটা লক্ষ্য করেছি।'
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, 'অতিরিক্ত সলিসিটার জেনারেলকে নোটিশ পাঠিয়ে ফের আবেদন করুন। নিম্ন আদালতে গিয়ে আপনারা আপনাদের বক্তব্য পেশ করুন। কেন আমি ৭ দিনের মধ্যে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলাম, কারণ আরজি কর দুর্নীতির মামলায় বিচারে প্রক্রিয়াগত দেরি করা হচ্ছে। কে করছে, কেন করছে আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে এটা লক্ষ্য করেছি।'
advertisement
5/6
আরজি কর প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির করা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। সেই মামলায় কিছুদিন আগেই রাজ্য বিচারের অনুমোদন দেয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
আরজি কর প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির করা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। সেই মামলায় কিছুদিন আগেই রাজ্য বিচারের অনুমোদন দেয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
advertisement
6/6
রাজ্য অনুমতি দেওয়ায় ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে চার্জফ্রেম করে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশের পুনর্বিবেচনা চেয়ে হাইকোর্টে গেলেন সন্দীপ ঘোষ, আশীষ পাণ্ডেরা। (রিপোর্টার-- অর্ণব হাজরা)
রাজ্য অনুমতি দেওয়ায় ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে চার্জফ্রেম করে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।সেই নির্দেশের পুনর্বিবেচনা চেয়ে হাইকোর্টে গেলেন সন্দীপ ঘোষ, আশীষ পাণ্ডেরা। (রিপোর্টার-- অর্ণব হাজরা)
advertisement
advertisement
advertisement