TRENDING:

Malda News: শিয়রে মাধ‍্যমিক, ঠিক ক'টায় ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে? শেষমুহূর্তে জেনে নিন গুরুত্বপূর্ণ সমস্ত নিয়ম

Last Updated:

আগামী সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলি জেনে নেওয়া উচিত পরীক্ষার্থীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: আগামী সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলি জেনে নেওয়া উচিত পরীক্ষার্থীদের। সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে শিক্ষার্থীদের। তাই পরীক্ষার সময় এবং নিয়মাবলী সম্পর্কে বিশদে জেনে নিন। পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার পরেও ইচ্ছেমত বাইরে বেরনো আর যাবেনা। সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নিয়মগুলি জেনে নেওয়া প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলি পরীক্ষার্থী ও অভিভাবকদের অবশ্যই মাথায় রাখতে হবে।
advertisement

মালদহ জেলা মাধ্যমিক পরীক্ষা কনভেনার বিপ্লব গুপ্ত জানালেন, ‘‘এই বছর ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রত্যেক পরীক্ষার্থীদের বেলা ১০ টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে। এই বছর পরীক্ষা শুরু হবে ১০.৪৫ মিনিটে। এই সময় পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে। ১১ টা পর্যন্ত প্রশ্নপত্র পড়ার সময়। ১১ টা থেকে ২ টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার সময়।’’

advertisement

আরও পড়ুন: ৭০ দিন ধরে কপালে টাকার বৃষ্টি! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, চাকরিতে প্রোমোশন, সংসারে সুখের বন‍্যা

অনেক সময় দেখা যায়, পরীক্ষার্থীরা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষা শুরু হলেও ১১.১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর নিজের ইচ্ছামতো বাইরে বেরোনো বা শৌচালয়ে যাওয়া যাবে না। এরজন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে পর্ষদ। পরীক্ষা শুরুর পর থেকে ১২.১৫ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে একেবারেই বেরোতে পারবে না কোনও পরীক্ষার্থী।

advertisement

View More

এই সমস্ত নিয়মের এবার পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী শৌচালয় বা বাইরে গেলে প্রশ্নপত্র ও উত্তরপত্র পরীক্ষাকেন্দ্রে থাকা শিক্ষক শিক্ষিকাদের কাছে জমা দিয়ে বেরোতে হবে। মালদহ জেলা মাধ্যমিক পরীক্ষা কনভেনার বিপ্লব গুপ্ত বলেন, পরীক্ষার্থীদের অবশ্যই জানা প্রয়োজন এই বিষয়গুলি। সময়ের পরিবর্তন এছাড়াও নিয়মের যে পরিবর্তন হয়েছে সেগুলি জানা থাকলে অনেকটাই সুবিধা হবে।

advertisement

আরও পড়ুন: রাতে বাচ্চার জন্ম দিল মহিষ, সকালে দেখেই থ গোটা গ্রাম! এ কীভাবে সম্ভব? সবার মুখে কেন এই একটাই প্রশ্ন?

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে  সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নজরে রাখা হবে। পাশাপাশি আরও একাধিক বিষয় নতুনভাবে চালু করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। সমস্ত কিছুই করা হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: শিয়রে মাধ‍্যমিক, ঠিক ক'টায় ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে? শেষমুহূর্তে জেনে নিন গুরুত্বপূর্ণ সমস্ত নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল