মালদহ জেলা মাধ্যমিক পরীক্ষা কনভেনার বিপ্লব গুপ্ত জানালেন, ‘‘এই বছর ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রত্যেক পরীক্ষার্থীদের বেলা ১০ টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে। এই বছর পরীক্ষা শুরু হবে ১০.৪৫ মিনিটে। এই সময় পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে। ১১ টা পর্যন্ত প্রশ্নপত্র পড়ার সময়। ১১ টা থেকে ২ টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার সময়।’’
advertisement
আরও পড়ুন: ৭০ দিন ধরে কপালে টাকার বৃষ্টি! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, চাকরিতে প্রোমোশন, সংসারে সুখের বন্যা
অনেক সময় দেখা যায়, পরীক্ষার্থীরা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষা শুরু হলেও ১১.১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর নিজের ইচ্ছামতো বাইরে বেরোনো বা শৌচালয়ে যাওয়া যাবে না। এরজন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে পর্ষদ। পরীক্ষা শুরুর পর থেকে ১২.১৫ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে একেবারেই বেরোতে পারবে না কোনও পরীক্ষার্থী।
এই সমস্ত নিয়মের এবার পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী শৌচালয় বা বাইরে গেলে প্রশ্নপত্র ও উত্তরপত্র পরীক্ষাকেন্দ্রে থাকা শিক্ষক শিক্ষিকাদের কাছে জমা দিয়ে বেরোতে হবে। মালদহ জেলা মাধ্যমিক পরীক্ষা কনভেনার বিপ্লব গুপ্ত বলেন, পরীক্ষার্থীদের অবশ্যই জানা প্রয়োজন এই বিষয়গুলি। সময়ের পরিবর্তন এছাড়াও নিয়মের যে পরিবর্তন হয়েছে সেগুলি জানা থাকলে অনেকটাই সুবিধা হবে।
আরও পড়ুন: রাতে বাচ্চার জন্ম দিল মহিষ, সকালে দেখেই থ গোটা গ্রাম! এ কীভাবে সম্ভব? সবার মুখে কেন এই একটাই প্রশ্ন?
মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নজরে রাখা হবে। পাশাপাশি আরও একাধিক বিষয় নতুনভাবে চালু করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। সমস্ত কিছুই করা হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য।
হরষিত সিংহ