আরও পড়ুন: ১ কেজি উচ্ছে মাত্র ১৬ টাকায়! এখানে এলেই জলের দরে পাবেন সবজি
একই দিনে এমন ঘটনা ঘটেছে জেলার দুটি কলেজে, গঙ্গারামপুর ও পাতিরাম। দক্ষিণ দিনাজপুরের এই দুটি কলেজেই মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন ছিল নবীনবরণ অনুষ্ঠান। সেখানেই প্রশাসনের মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত নিয়মকে তুরি মেরে উড়িয়ে তারস্বরে বাজানো হল ডিজে বক্স। অভিযোগ পেয়ে পুলিশ পতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। কিন্তু গঙ্গারামপুর কলেজের বিরুদ্ধে কার্যত কোনও পদক্ষেপ করা হয়নি। মাধ্যমিক পরীক্ষা চলার গোটা সময়জুড়ে সেখান থেকে তারস্বরে শব্দ ভেসে এসেছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন পতিরাম কলেজের পরিচালন সমিতির সভাপতি মৃণাল সরকার।
advertisement
মাধ্যমিক পরীক্ষার সময় বক্স বাজানো প্রসঙ্গে পতিরাম যামিনী মজুমদার কলেজের পরিচালন সমিতির সভাপতি মৃণাল সরকার বলেন, এদিন কলেজের নবীন বরণ উৎসবের দ্বিতীয় দিন ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই কলেজের কাছে একটি মেল আসে। তা দেখেই অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মত পরীক্ষা চলার সময় প্রকাশ্যে মাইক-বক্স বাজানো, মিটিং মিছিল করা নিষিদ্ধ। পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে এমন কিছুই করা যায় না। এই কারণে বীরভূম ও মুর্শিদাবাদে শুক্রবার রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার ক্ষেত্রেও অনুমতি দেওয়া হয়নি। কিন্তু রাজ্যেরই দুটি কলেজে এমন নিয়ম ভাঙার ঘটনা ঘটায় বিস্মিত শিক্ষা মহল।
সুস্মিতা গোস্বামী







