TRENDING:

Madhyamik Exam 2024: মাধ্যমিক শুরুর দিন তারস্বরে বক্স বাজিয়ে কলেজে নবীনবরণ! অসুবিধায় পরীক্ষার্থীরা

Last Updated:

একই দিনে এমন ঘটনা ঘটেছে জেলার দুটি কলেজে, গঙ্গারামপুর ও পাতিরাম। দক্ষিণ দিনাজপুরের এই দুটি কলেজেই মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন ছিল নবীনবরণ অনুষ্ঠান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধায় ফেলে তারস্বরে মাইক বাজল কলেজে! ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই নিয়ম ভাঙল গঙ্গারামপুরে। এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। বিশেষ করে একটি কলেজে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে বিস্মিত সকলে। ডিজে বক্সের তারস্বর আওয়াজে পরীক্ষা দিতে রীতিমত সমস্যায় পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা।
 ডি.জে বাজিয়ে নবীন বরণ
 ডি.জে বাজিয়ে নবীন বরণ
advertisement

আরও পড়ুন: ১ কেজি উচ্ছে মাত্র ১৬ টাকায়! এখানে এলেই জলের দরে পাবেন সবজি

একই দিনে এমন ঘটনা ঘটেছে জেলার দুটি কলেজে, গঙ্গারামপুর ও পাতিরাম। দক্ষিণ দিনাজপুরের এই দুটি কলেজেই মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন ছিল নবীনবরণ অনুষ্ঠান। সেখানেই প্রশাসনের মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত নিয়মকে তুরি মেরে উড়িয়ে তারস্বরে বাজানো হল ডিজে বক্স। অভিযোগ পেয়ে পুলিশ পতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। কিন্তু গঙ্গারামপুর কলেজের বিরুদ্ধে কার্যত কোন‌ও পদক্ষেপ করা হয়নি। মাধ্যমিক পরীক্ষা চলার গোটা সময়জুড়ে সেখান থেকে তারস্বরে শব্দ ভেসে এসেছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন পতিরাম কলেজের পরিচালন সমিতির সভাপতি মৃণাল সরকার।

advertisement

মাধ্যমিক পরীক্ষার সময় বক্স বাজানো প্রসঙ্গে পতিরাম যামিনী মজুমদার কলেজের পরিচালন সমিতির সভাপতি মৃণাল সরকার বলেন, এদিন কলেজের নবীন বরণ উৎসবের দ্বিতীয় দিন ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই কলেজের কাছে একটি মেল আসে। তা দেখেই অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মত পরীক্ষা চলার সময় প্রকাশ্যে মাইক-বক্স বাজানো, মিটিং মিছিল করা নিষিদ্ধ। পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে এমন কিছুই করা যায় না। এই কারণে বীরভূম ও মুর্শিদাবাদে শুক্রবার রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার ক্ষেত্রেও অনুমতি দেওয়া হয়নি। কিন্তু রাজ্যেরই দুটি কলেজে এমন নিয়ম ভাঙার ঘটনা ঘটায় বিস্মিত শিক্ষা মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madhyamik Exam 2024: মাধ্যমিক শুরুর দিন তারস্বরে বক্স বাজিয়ে কলেজে নবীনবরণ! অসুবিধায় পরীক্ষার্থীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল