Bengali Farmer Crisis: ১ কেজি উচ্ছে মাত্র ১৬ টাকায়! এখানে এলেই জলের দরে পাবেন সবজি

Last Updated:

অগ্নিমূল্যের বাজারে মাত্র ১৬ টাকায় মিলছে ১ কেজি উচ্ছে পাওয়ার কথা শুনে অনেকে চমকে উঠতে পারেন

+
উচ্ছে

উচ্ছে

দক্ষিণ ২৪ পরগনা: এই শীতে সবজির দাম অন্যান্য বারের মত কমেনি। সবজি বিক্রেতা এবং ফড়েদের বক্তব্য ছিল, অসময়ের বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তাই দাম কমছে না! কিন্তু জানেন কি রাজ্যের এই একটি বিশেষ জায়গায় গেলে আপনি মাত্র ১৬ টাকায় পাবেন ১ কেজি উচ্ছে!
অগ্নিমূল্যের বাজারে মাত্র ১৬ টাকায় মিলছে ১ কেজি উচ্ছে পাওয়ার কথা শুনে অনেকে চমকে উঠতে পারেন। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার নামখানায় গেলে আপনার বিস্ময় চলে যাবে। বরং দেখবেন হাড়ভাঙা খাটুনি খাটা চাষিদের হতাশ মুখ। কিছুদিন আগেও খোলাবাজারে উচ্ছে ৮০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। কিন্তু এখন জলের দরে বিক্রি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে উপায় না দেখে ফসল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। উচ্ছে বোঝাই গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখছেন, বিক্রি করছেন না। হতাশ কৃষকদের অভিযোগ, খুচরো বাজারে উচ্ছের দাম কেজি প্রতি ৫০ টাকা করে হলেও তাঁরা দাম পাচ্ছেন না। নামখানার নারায়ণপুর পাইকারি সবজি বাজারে উচ্ছের দাম থাকছে মাত্র ১৬ টাকা প্রতি কেজি।
advertisement
চাষিদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে উচ্ছের দাম কমিয়ে রাখছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। দীর্ঘ প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে পাইকারি বাজারে উচ্ছের দাম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। লাভ তো দূরের কথা, খরচটুকুও তুলতে পারছেন না চাষিরা।
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নামখানার উত্তর ও দক্ষিণ চন্দনপিড়ি, পাতিবুনিয়া, দেবনগর, শিবনগর, মৌসুনি, মহারাজগঞ্জ ও বকখালিতে প্রচুর উচ্ছে চাষ হয়। এই এলাকার চাষিরা তাঁদের বাগানের উচ্ছে বিক্রি করার জন্য নারায়ণপুরের পাইকারি সবজি বাজারে নিয়ে আসেন। প্রতিদিন সকালবেলায় এই পাইকারি সবজি বাজার খোলা হয়। এই বাজার থেকেই চাষিদের কাছ থেকে উচ্ছে কেনেন ব্যবসায়ীরা। কিন্তু সেখানে দাম না বাড়ায় বিপদে পড়েছেন কৃষকরা। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন। এই পরিস্থিতিতে কীভাবে দেনা শোধ করবেন বুঝে উঠতে পারছেন না।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Farmer Crisis: ১ কেজি উচ্ছে মাত্র ১৬ টাকায়! এখানে এলেই জলের দরে পাবেন সবজি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement