Business Ideas: মুদ্রা লোনে হাল ফিরেছে বাংলার দশকর্মা ব্যবসার, আপনিও শুরু করতে পারেন
- Reported by:SOUVIK ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
তারাপীঠের মন্দির বাংলার অন্যতম বড় তীর্থস্থান। প্রত্যেকদিন কয়েক হাজার দর্শনার্থীদের ভিড় জমে। এবার তারাপীঠের ফুল ব্যবসায়ী থেকে শুরু করে দর্শকমার ব্যবসায়ীরা মুদ্রা লোন এর মাধ্যমে ব্যবসায় পুঁজি ঢেলে বেশ ভাল জায়গায় গিয়ে পৌঁছেছেন
বীরভূম: বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে ‘লাখপতি দিদি’ প্রকল্পের মাধ্যমে আরও বেশি নারীর ক্ষমতায়নের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর পাশাপাশি মুদ্রা লোনের কথা উল্লেখ করেছেন তিনি। আর এই বিশেষ লোনের হাত ধরে দেশের বহু প্রান্তিক ব্যবসায়ীরা উপকৃত হয়েছে। উল্লেখযোগ্যভাবে এর মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন পুজোর দ্রব্য সামগ্রী বিক্রেতারা, যেগুলোকে আমরা দশকর্মার দোকান বলে জানি। পশ্চিমবঙ্গের বিভিন্ন তীর্থক্ষেত্রে, মন্দিরের সামনে, বাজারে ফুল, মালা, ঘট, দশকর্মা সামগ্রী যারা কেনাবেচা করছেন তাঁরাই মূলত বেশি উপকৃত হয়েছেন।
তারাপীঠের মন্দির বাংলার অন্যতম বড় তীর্থস্থান। প্রত্যেকদিন কয়েক হাজার দর্শনার্থীদের ভিড় জমে। এবার তারাপীঠের ফুল ব্যবসায়ী থেকে শুরু করে দর্শকমার ব্যবসায়ীরা মুদ্রা লোন এর মাধ্যমে ব্যবসায় পুঁজি ঢেলে বেশ ভালো জায়গায় গিয়ে পৌঁছেছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে তারাপীঠের দশকর্মা ব্যবসায়ী সুরেশ মণ্ডল জানান, এই বছর তাঁদের ব্যবসা অনেকটাই ভাল হয়েছে। বাজেট অধিবেশনে বিভিন্ন দর্শকর্মা জিনিসের উপর অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। সরকার পাশে দাঁড়ানোয় তাঁদের ভাগ্য খুলেছে বলে মনে করছেন এই ব্যবসায়ীরা।
সৌভিক রায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2024 2:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: মুদ্রা লোনে হাল ফিরেছে বাংলার দশকর্মা ব্যবসার, আপনিও শুরু করতে পারেন









