Madhyamik Exam 2024: ঘন কুয়াশার চাদর ভেদ করে পরীক্ষাকেন্দ্রে! মাধ্যমিকের সময় এগোতেই দেখা গেল অবাক দৃশ্য
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
আগের রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে জেলা জুড়ে। ফলে আবহাওয়ায় কিছু পরিবর্তন আসে। এদিন সকালে উঠে অভিভাবকরা দেখতে পান ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ
পশ্চিম বর্ধমান: শুক্রবার শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষার দিন এগিয়ে আসার পাশাপাশি পরীক্ষা শুরুর সময়ও বদলে গিয়েছে। দু’ঘণ্টা এগিয়ে ১১:৪৫-এর বদলে এবার ৯:৪৫-এ শুরু হয়েছে মাধ্যমিক। শীতের সকালে এত আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য চারিদিকে বিশেষ তৎপরতা দেখা গিয়েছে। এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল শিল্পাঞ্চলের আকাশ। সেই ঘন কুয়াশার চাদর ভেদ করেই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল পড়ুয়ারা। এই কাজে তাদের যোগ্য সঙ্গত দিলেন স্থানীয় গাড়ি চালকরা।
আগের ভারী বৃষ্টিপাত হয়েছে জেলা জুড়ে। ফলে আবহাওয়ায় কিছু পরিবর্তন আসে। এদিন সকালে উঠে অভিভাবকরা দেখতে পান ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ। কিন্তু মাধ্যমিক বলে কথা। সন্তানদের নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে হবে। বিশেষ করে প্রথম পরীক্ষার দিন একটু বেশি আগে পৌঁছনোর তাড়া থাকে। সেই লক্ষ্যে আগেভাগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন সবাই। তবে অটো, বাস এবং পুলকার চালকরা তৎপর থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বিশেষ একটা বেগ পেতে হয়নি পরীক্ষার্থীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তৎপর ছিল প্রশাসনও। পরীক্ষার সময় এগিয়ে আসায় সকাল থেকেই রাস্তায় পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছিল। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যা না হওয়ায় খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা। তারা নিশ্চিন্তেই পরীক্ষাকেন্দ্রে ঢুকেছে। তবে সকালে পরীক্ষা শুরুর সময় এগিয়ে আসায় ঘুম থেকে উঠে একবার বইটা ঝালিয়ে নেওয়াটা অনেকেই করতে পারেনি। এই নিয়ে কেউ কেউ কিঞ্চিত আক্ষেপ প্রকাশও করে। যদিও সবমিলিয়ে নির্বিঘ্নেই শুরু হল আসানসোল শিল্পাঞ্চলের এবারের মাধ্যমিক পরীক্ষা।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 1:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Exam 2024: ঘন কুয়াশার চাদর ভেদ করে পরীক্ষাকেন্দ্রে! মাধ্যমিকের সময় এগোতেই দেখা গেল অবাক দৃশ্য