এই গোটা কর্মকান্ডে কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী রথ ব্যবহার করা হয়। তবে দীর্ঘ সময়ের পুরনো হওয়ার কারণে রথের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। তার মধ্যে মূল ছিল রথের চাকা। চলতি বছরে রথের চাকাগুলোকে একেবারে নতুন করে শাল কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে। এই চাকা তৈরি করতে আনুমানিক দেড় মাসেরও বেশি সময় লাগছে। রথের চাকা প্রস্তুতকারী দেবেন্দ্র শর্মা জানান, “কোচবিহারে এই রথের মেরামতির লোক খুব একটা নেই। দীর্ঘ সময় ধরে কোচবিহারের ঐতিহ্যবাহী রথের মেরামতির কাজ তিনি করেন। চলতি বছরের রথের চাকা নির্মাণের দায়িত্ব পেয়েছেন তিনি। সম্পূর্ণ শাল কাঠ দিয়ে তৈরি হচ্ছে কোচবিহারের রথের চাকা।”
advertisement
কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক কৃষ্ণগোপাল ধারা জানান, “অন্যান্য বছরের মতন এ বছরেও বেশ সমারোহের সঙ্গেই পালিত হতে চলেছে মদনমোহন দেবের রথযাত্রা। মন্দির সংস্কারের পাশাপাশি রথের একটি গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ এবার করা হয়েছে। যাতে ভক্তবৃন্দ সুস্থ স্বাভাবিকভাবে মদনমোহন দেবের রথকে মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন। আশা করা হচ্ছে দূর দূরান্ত থেকে এবারেও বহু মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়া কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন দেব। সেই কারণে কোচবিহারবাসির মধ্যে এক আলাদা উদ্দীপনা দেখা যায় রথের মেলাকে কেন্দ্র করে।”
বর্তমান সময়ের রথের রঙের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে এই চাকার কাজও অনেকটাই সম্পূর্ণ হয়ে এসেছে। আগামী মাসের ১ তারিখের মধ্যে কাজ সম্পন্ন করা হবে রথের। চলতি বছরে একেবারে নতুন চাকা নিয়ে মদনমোহন দেবের রথযাত্রা মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে। ফলে ভক্তদের মধ্যেও অনেকটাই উদ্দীপনা কাজ করছে ইতিমধ্যেই।
Sarthak Pandit