এই মন্দিরে প্রতি বছর হাজার হাজার পূণ্যার্থী পুজো দিতে আসেন, তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। স্থানীয়দের কথায় অনেক বছর ধরে বিধায়কদের কাছে কঠিন পথ সহজ করার দাবি জানানো হলেও, কোনও উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু অবশেষে, জলপাইগুড়ি সদর ব্লকের বিধায়ক প্রদীপ কুমার বর্মা তার তহবিল থেকে উদ্যোগ নিয়ে তৈরি করছেন একটি ফুট ব্রিজ, যা এবার পূণ্যার্থীদের জন্য পুজো দিতে যাওয়ার পথকে অনেক সহজ করে তুলবে।
advertisement
আরও পড়ুন: লাটাগুড়ির জঙ্গলে অজানা শঙ্কা! মনে পড়লেই গা ছমছম করছে অনেকের
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন থেকে পূণ্যার্থীরা নদী পার করতে আর কোনও সমস্যায় পড়বেন না। বর্ষাকালে যাদের কাছে মন্দিরে যাওয়া সম্ভব হত না, তাদের জন্য এই ব্রিজ হয়ে উঠবে আশার আলো। লোটা দেবী মন্দিরে যাওয়ার এই সহজ পথ হওয়ায় খুশি ভক্তরা এবং স্থানীয়রাও। এই ফুটব্রিজ সকল দর্শনার্থীদের উপকার করবে তো বলার অপেক্ষা রাখে না। এতে খুশি প্রত্যেকে।
সুরজিৎ দে





