TRENDING:

Jalpaiguri News: এবার টুক করে যাওয়া যাবে লোটা দেবী মন্দির! দুর্দান্ত ব্যবস্থা প্রশাসনের, তহবিল থেকে বরাদ্দ দিলেন বিধায়ক

Last Updated:

কোমর জল পেরিয়ে আর যেতে হবে না প্রাচীন এই মন্দির দর্শনে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কোমর জল পেরিয়ে আর যেতে হবে না প্রাচীন এই মন্দির দর্শনে! জলপাইগুড়ি লোটাদেবী মন্দির অত্যন্ত জাগ্রত এবং প্রাচীন মন্দির। তবে এতদিন এই মন্দির পৌঁছানোর পথ ছিল অত্যন্ত কঠিন। পথের মাঝেই রয়েছে করলা নদী, যেটি বর্ষাকালে ফুলে ওঠে, সেটি পেরিয়ে ওপারে যাওয়া ছিল এক কঠিন চ্যালেঞ্জ। নদীর কোমর জল শরীর ভিজিয়ে মন্দিরে যেতে হতো, আর যারা নদী পার হতে পারতেন না, তারা পুজো দিতে অপারগ থাকতেন। এটাই ছিল সেই এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ। তবে অবশেষে তৈরি হল ফুটব্রিজ।
advertisement

এই মন্দিরে প্রতি বছর হাজার হাজার পূণ্যার্থী পুজো দিতে আসেন, তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। স্থানীয়দের কথায় অনেক বছর ধরে বিধায়কদের কাছে কঠিন পথ সহজ করার দাবি জানানো হলেও, কোনও উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু অবশেষে, জলপাইগুড়ি সদর ব্লকের বিধায়ক প্রদীপ কুমার বর্মা তার তহবিল থেকে উদ্যোগ নিয়ে তৈরি করছেন একটি ফুট ব্রিজ, যা এবার পূণ্যার্থীদের জন্য পুজো দিতে যাওয়ার পথকে অনেক সহজ করে তুলবে।

advertisement

আরও পড়ুন: লাটাগুড়ির জঙ্গলে অজানা শঙ্কা! মনে পড়লেই গা ছমছম করছে অনেকের

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এখন থেকে পূণ্যার্থীরা নদী পার করতে আর কোনও সমস্যায় পড়বেন না। বর্ষাকালে যাদের কাছে মন্দিরে যাওয়া সম্ভব হত না, তাদের জন্য এই ব্রিজ হয়ে উঠবে আশার আলো। লোটা দেবী মন্দিরে যাওয়ার এই সহজ পথ হওয়ায় খুশি ভক্তরা এবং স্থানীয়রাও। এই ফুটব্রিজ সকল দর্শনার্থীদের উপকার করবে তো বলার অপেক্ষা রাখে না। এতে খুশি প্রত্যেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: এবার টুক করে যাওয়া যাবে লোটা দেবী মন্দির! দুর্দান্ত ব্যবস্থা প্রশাসনের, তহবিল থেকে বরাদ্দ দিলেন বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল