South Dinajpur News: সন্ধে হলেই ভয়ে কাঁপছে এলাকার মহিলারা, বন্ধ স্কুলের ভিতরে গোপনে চলছে এই কাজ, কোথায় জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: কোথাও শিক্ষার্থীদের অভাব, আবার কোথাও শিক্ষকের অভাব। এরফলে কুমারগঞ্জ ব্লকের প্রায় দশ থেকে এগারোটি জুনিয়র হাইস্কুল বন্ধ হয়ে গিয়েছে। সন্ধ্যা হতে না হতেই সেই পরিত্যক্ত বিল্ডিংগুলিতে নেশার আসর বসছে।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: একটা সময়ে কচিকাচাদের কোলাহলে মেতে থাকত স্কুল চত্বর। তবে সে সমস্ত আজ অতীত। প্রথম অবস্থায় দেখলে পরিত্যক্ত বাড়ি মনে হলেও খাতায় কলমে তা সরকারি জুনিয়র হাইস্কুল। বিগত কয়েক বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। দরজা ভেঙে উন্মুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। কোথাও শিক্ষার্থীদের অভাব তো, কোথাও আবার শিক্ষকের অভাব। এর ফলে কুমারগঞ্জ ব্লকের প্রায় দশ থেকে এগারোটি জুনিয়র হাইস্কুল বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘদিন যাবত সেই স্কুলের বিল্ডিংগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে বিল্ডিংগুলি নেশার আখরাতে পরিণত হয়েছে। সন্ধ্যা হতে না হতেই সেই পরিত্যক্ত বিল্ডিংগুলিতে নেশার আসর বসে। ফলে পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্কুল সূত্রে খবর, কুমারগঞ্জের ফকিরগঞ্জ জুনিইর হাইস্কুল, শাহজাদপুর জুনিয়র হাইস্কুল, বিষনগর জুনিয়র হাইস্কুল, ঝাড়া জুনিয়র হাইস্কুল-সহ আরও বেশ কিছু স্কুল রয়েছে, সেগুলি দীর্ঘ প্রায় পাঁচ বছর ও তার বেশি সময়কালে বন্ধ হয়ে গিয়েছে। ফলে ওই স্কুলগুলি দিন দিন এখন সমাজবিরোধীদের হাতে চলে যাচ্ছে। যা নিয়ে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! ভগবান শিবের কৃপায় ৫ রাশি ‘রাজা’, অঢেল টাকার ফোয়ারা, বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব
এবিষয়ে ফকিরগঞ্জ জুনিইর হাইস্কুল সংলগ্ন এলাকায় এক বাসিন্দা সুনিরাম কিস্কু বলেন, ‘এই স্কুল প্রায় চার বছর ধরে বন্ধ হয়ে পড়েছে। ওই স্কুলে আর ক্লাস হয়না। ছাত্ররা অন্য স্কুলে চলে গিয়েছে। কিন্তু স্কুলের বিল্ডিংগুলিতে জঙ্গল বাড়ছে। রাত হলেই সমাজবিরোধীরা আড্ডা মারে। নেশার আসর বসে। ফলে সন্ধে হলেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মহিলারা। এই স্কুলগুলি পুলিশ প্রশাসনের কেউই নজর রাখেনা আর। ফলে নানা ধরনের উপদ্রব বাড়ছে।’
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! মঙ্গলের দুঃসাহসিক চালে কপাল পুড়বে ৫ রাশির, চরম আর্থিক ক্ষতি, জীবন উথাল-পাথাল, দুর্ঘটনার সম্ভাবনা
স্থানীয়দের অভিযোগ, কুমারগঞ্জ ব্লকের প্রায় ১০-১১ টি জুনিয়র হাইস্কুল ছিল। ওই স্কুলগুলিতে একসময় অনেক ছাত্রছাত্রী ছিল। তবে, বেশিরভাগ স্কুলেই শিক্ষকের অভাব দেখা দিয়েছিল। ফলে ওই স্কুলগুলি থেকে ছাত্রদের সরিয়ে অন্যত্র পাঠানো হয়েছে। কোথাও আবার ছাত্র ছাত্রীর অভাবে বন্ধ হয়েছে স্কুল। ওই স্কুলগুলিতে তালা বন্দি থাকলেও কোথাও কোথাও বিল্ডিং এর ভেতরে ঢুকে যাচ্ছে সমাজ বিরোধীরা। ওই জায়গাগুলিতে নেশার আসর চলছে। সন্ধ্যে হলেই চলছে অসামাজিক কাজকর্ম বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত স্কুলের জায়গা বেদখল হওয়ার হাত থেকে বাঁচাক প্রশাসন। পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরিয়ে আনুক এলাকার। কারণ ভাঙাচোরা এই ঘরে সমাজবিরোধী ও নেশাখোরদের যাতায়াত বাড়ছে প্রতিনিয়ত। অবিলম্বে এই বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 5:23 PM IST
