TRENDING:

Alipurduar: রোগীর সঙ্গে দেখা করা যাবে না, হাসপাতালে হেনস্থার শিকার প্রৌঢ়! নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Last Updated:

Birpara Hospital: গর্ভবতী মাকে রক্ত দিতে গিয়ে হাসপাতালে হেনস্থার শিকার। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন সমাজকর্মী। অভিযোগ ঘিরে হাসপাতাল চত্বরে শোরগোল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরপাড়া, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: গর্ভবতী মাকে রক্ত দিতে গিয়ে হাসপাতালে হেনস্থার শিকার। ঘটনাটি ঘটেছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন সমাজকর্মী সাজু তালুকদার নামে এক ব্যক্তি। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।
বীরপাড়া হাসপাতাল
বীরপাড়া হাসপাতাল
advertisement

মঙ্গলবার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের ডিমডিমার বাসিন্দা সমাজকর্মী সাজু তালুকদার। সাজু জানান, তাঁর শেল্টার হোমের এক আবাসিক মহিলা বীরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন তাঁকে দেখতে হাসপাতালে যান তিনি। ওই মহিলা গর্ভবতী। রোগীর শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল।

আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ৯ বছর পর নবরূপে খুলছে রক্তকরবী, উদ্বোধনের তারিখও পাকা, খুশির হাওয়া রামপুরহাটে

advertisement

সাজুর জানান, তিনি যখন হাসপাতালে পৌঁছন তখনও ভিজিটিং আওয়ার শেষ হওয়ার কয়েক মিনিট বাকি ছিল। কিন্তু তাও তাকে রোগীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়। তাকে ঢুকতে দিচ্ছিলেন না একজন নিরাপত্তাকর্মী। তিনি ভিতরে ঢুকতে চাইলে ওই নিরাপত্তাকর্মী প্রৌঢ়কে ধাক্কা মারেন এবং হুমকি দেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ সব লুকোচুরি শেষ, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য! মালদহ পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সাজু আরও বলেন, ওই নিরাপত্তাকর্মী নিজেকে অবসরপ্রাপ্ত সেনা জওয়ান হিসাবে পরিচয় দিয়ে বলেন ‘আমি এক্স আর্মি। আমি ধাক্কা মারতে পারি’। বেলা দেড়টা নাগাদ বীরপাড়া থানার সামনে সাজু জানান, তিনি পুলিশে নালিশ করবেন। অভিযুক্ত নিরাপত্তাকর্মী অবশ্য হুমকি এবং ধাক্কা মারার অভিযোগ অস্বীকার করেন। পালটা তিনি দাবি করেন, গেট খোলার সময় সাজু তালুকদারের গায়ে অনিচ্ছাকৃতভাবে লেগে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar: রোগীর সঙ্গে দেখা করা যাবে না, হাসপাতালে হেনস্থার শিকার প্রৌঢ়! নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল