মঙ্গলবার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের ডিমডিমার বাসিন্দা সমাজকর্মী সাজু তালুকদার। সাজু জানান, তাঁর শেল্টার হোমের এক আবাসিক মহিলা বীরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন তাঁকে দেখতে হাসপাতালে যান তিনি। ওই মহিলা গর্ভবতী। রোগীর শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল।
advertisement
সাজুর জানান, তিনি যখন হাসপাতালে পৌঁছন তখনও ভিজিটিং আওয়ার শেষ হওয়ার কয়েক মিনিট বাকি ছিল। কিন্তু তাও তাকে রোগীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়। তাকে ঢুকতে দিচ্ছিলেন না একজন নিরাপত্তাকর্মী। তিনি ভিতরে ঢুকতে চাইলে ওই নিরাপত্তাকর্মী প্রৌঢ়কে ধাক্কা মারেন এবং হুমকি দেন বলে অভিযোগ।
সাজু আরও বলেন, ওই নিরাপত্তাকর্মী নিজেকে অবসরপ্রাপ্ত সেনা জওয়ান হিসাবে পরিচয় দিয়ে বলেন ‘আমি এক্স আর্মি। আমি ধাক্কা মারতে পারি’। বেলা দেড়টা নাগাদ বীরপাড়া থানার সামনে সাজু জানান, তিনি পুলিশে নালিশ করবেন। অভিযুক্ত নিরাপত্তাকর্মী অবশ্য হুমকি এবং ধাক্কা মারার অভিযোগ অস্বীকার করেন। পালটা তিনি দাবি করেন, গেট খোলার সময় সাজু তালুকদারের গায়ে অনিচ্ছাকৃতভাবে লেগে গিয়েছে।
