মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাওয়াফেলি এলাকার একপাশে রয়েছে লাটাগুড়ি বনাঞ্চল, অন্যপাশে নেওরা নদী। নেওরা নদীর পাড়ে প্রায় ৫০টি পরিবারের বসবাস। ভোটার সংখ্যা ১৩৫ জন। প্রতি ভোটেই তাঁরা নেওরা নদী পেরিয়ে অন্য পাশে থাকা ছাওয়াফেলি প্রাথমিক বিদ্যালয়ে যান ভোট দিতে।
আরও পড়ুন: জেলার দুই প্রান্তের আলাদা আলাদা চা বাগানে ভোট দিলেন মনোজ ও প্রকাশ
advertisement
বর্ষার সময় নেওরা নদী জলে টইটুম্বুর থাকায় ওই এলাকার লোকজনকে মালবাজার হয়ে ঘুর পথে যাতায়াত করতে হয়। গত পঞ্চায়েত ভোটেও ওই সমস্ত এলাকার লোকজন মালবাজার হয়ে ঘুরপথে গাড়িতে এসে ছাওয়াফেলি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন। কিন্তু এবছর নেওরা নদীতে জল কম থাকায় নদী পেরিয়েই তাঁরা এসে ভোট দিতে গিয়েছেন। ছাওয়াফেলি নদীর পাড় এলাকার বাসিন্দা বিক্রম খেরিয়া বলেন, নেওরা নদীর পাড়ে আমাদের বাড়ি। কিন্তু ভোট দিতে যেতে হয় নদী পার করে ছাওয়াফেলি প্রাথমিক বিদ্যালয়ে। এখন নদীতে জল কম থাকায় নদী পারাপারের সমস্যা হয় না। কিন্তু বর্ষায় সমস্যায় পড়তে হয়। এখানকার মানুষের একটাই আরজি, নদীর উপর পারাপারের জন্য একটি সেতু তৈরি করে দেওয়া হোক।
অনির্বাণ রায়