TRENDING:

Lok Sabha Election 2024: ভারতীয় ভূখণ্ডে পরাধীনের মত বসবাস! তবু ভোট দেয় গদাইচর

Last Updated:

Lok Sabha Election 2024: ভোট এলেই প্রার্থীরা এলাকায় প্রতিশ্রুতির বাণী নিয়ে হাজির হয়ে যান। তারপর অবশ্য তা আর কার্যকরী হয় না। ফলে গদাইচরের বাসিন্দারা সেই তিমিরেই রয়ে যান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: গদাইচর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম। গঙ্গা নদীর চরে রয়েছে মালদহের এই গ্রাম। এক প্রান্তে বাংলা, অপর প্রান্তে ঝাড়খণ্ড। মাঝে গঙ্গার চরে গজিয়ে উঠেছে এই গ্রাম। তবে এই গ্রাম উন্নয়ন থেকে একে বারেই বঞ্চিত। এখনও গ্রামে পৌঁছায়নি বিদ্যুৎ। উন্নয়নের ছিটে ফোটাও পৌঁছায়নি এই গ্রামে। স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সমস্ত রকম পরিসেবা থেকে প্রায় বঞ্চিত এই গ্রাম। এখনও এই গ্রামের যোগাযোগের মূল মাধ্যম নদীপথ। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তবে চিকিৎসক নেই, প্রাথমিক স্কুল থাকলেও শিক্ষক শিক্ষিকার অভাবে পড়াশোনা হয় না বললেই চলে। গ্রামবাসীদের অভিযোগ শিক্ষক-শিক্ষিকা এমনকি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা এখানে আসেন না নিয়মিত। ফলে পরিষেবা থেকে বঞ্চিত গ্রামের বাসিন্দারা।
advertisement

আর‌ও পড়ুন: প্রক্রিয়াকরণ করে তৈরি হচ্ছে শস, লাভের আশায় মিষ্টি কুমড়ো চাষ কৃষকদের

মালদহের অন্তর্গত এই গ্রামের বাসিন্দা বিজয় ঘোষ বলেন, রাস্তা না থাকায় রোগীদের নিয়ে চরম সমস্যায় পড়তে হয়। এই গ্রামে কোন‌ওরকম উন্নয়নের ছিটেফোঁটাও এখনও পৌঁছায়নি। তবে ভোটের সময় এলেই রাজনৈতিক দলগুলি নানা রকম প্রতিশ্রুতি দিয়ে যায়।

advertisement

ভোট এলেইপ্রার্থীরা এলাকায় প্রতিশ্রুতির বানী নিয়ে হাজির হয়ে যান। তারপর অবশ্য তা আর কার্যকরী হয় না। ফলে গদাইচরের বাসিন্দারা সেই তিমিরেই রয়ে গেছেন। মালদহের মানিকচক ব্লকের হীরানন্দপুর পঞ্চায়েতে গদাইচর। বাংলা ভুখন্ডের একটি অংশ এই গদাইচর। যেখানে বসবাস করেন কয়েক হাজার পরিবার। আজও সেই গ্রামে জ্বলে না কোন‌ও আলো। রাত হলেই ভরসা লন্ঠন বা প্রদীপের আলো। একটু অর্থকরী পরিবারের ঘরে জ্বলে ব্যাটারির আলো। গ্রামের বাসিন্দা সুকুমার মাহাতো বলেন, গ্রামে বিদ্যুৎ পৌঁছায় নি এখনও। স্কুলের শিক্ষা ব্যবস্থা নেই। এছাড়াও বিভিন্ন সমস্যা রয়েছে আমাদের গ্রামে সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসে না তবে ভোটের সময় ভোট নিতে সকলেই আসেন। আমরা চাই গ্রামের উন্নয়ন।

advertisement

আর‌ও পড়ুন: ডুয়ার্সের জঙ্গল দর্শনে ফরাসি রাষ্ট্রদূত, পরিদর্শন শেষে সন্তোষ না অসন্তোষ জানালেন?

তবে ভোটে অংশগ্রহন করেন তারা। পঞ্চায়েত থেকে লোকসভা সব ক্ষেত্রেই ভোটদান করেন গ্রামের বাসিন্দারা। কিন্তু সরকারি সাহার্য্যের নূন্যতম পরিসেবা নেই এই গ্রামে।এই এলাকায় ভোটের সময় অস্থায়ী তাবুতে ভোটগ্রহণকেন্দ্র তৈরী করা হয়। দুইটি বুথ রয়েছে।প্রায় ১৪০০ভোটার। তবুও ভারত ভূখন্ডে পরধীনতার মতন বসবাস তাদের। উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে ভুতনি চরে। এখনও বঞ্চিত গদাইচর।‌ আবারও লোকসভা নির্বাচন প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে গ্রামে আসছেন ভোট প্রচারে রাজনৈতিক দলগুলি। কিন্তু উন্নয়নের ছোঁয়া কি পৌঁছাবে এই গদাইচরে সেই প্রশ্নই এখন স্থানীয়দের মনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: ভারতীয় ভূখণ্ডে পরাধীনের মত বসবাস! তবু ভোট দেয় গদাইচর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল