French Ambassador: ডুয়ার্সের জঙ্গল দর্শনে ফরাসি রাষ্ট্রদূত, পরিদর্শন শেষে সন্তোষ না অসন্তোষ জানালেন?

Last Updated:

French Ambassador: বিশেষ এই সফরে এসে সন্তোষ প্রকাশ করলেন ফরাসি রাষ্ট্রদূত। আগামী দিনে তাঁদের দেশের তরফ থেকে গরুমারা বনাঞ্চলের উন্নয়নে কোনও সহযোগিতা করা যায় কিনা তা নিয়েও চিন্তা ভাবনা চলছে

ফ্রান্সের রাষ্ট্রদূত ডুয়ার্সে
ফ্রান্সের রাষ্ট্রদূত ডুয়ার্সে
জলপাইগুড়ি: এক সময় ভারত সেরার তালিকায় ছিল গরুমারা জাতীয় উদ্যান। এখন কেমন পরিস্থিতিতে রয়েছে সেই গরুমারা জঙ্গল, কেমনই বা রয়েছে এখানকার বন ও বুনোরা, বনদফতরের সঙ্গে স্থানীয়দের সম্পর্কই বা কেমন? এই সমস্ত খতিয়ে দেখতেই ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়ারি ম্যাথিউ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি পরিদর্শন করলেন ছোট শহর জলপাইগুড়ি সংলগ্ন গরুমারা অভয়ারণ্য।
বিশেষ এই সফরে এসে সন্তোষ প্রকাশ করলেন ফরাসি রাষ্ট্রদূত। আগামী দিনে তাঁদের দেশের তরফ থেকে গরুমারা বনাঞ্চলের উন্নয়নে কোনও সহযোগিতা করা যায় কিনা তা নিয়েও চিন্তা ভাবনা চলছে। এমনটাই খবর বন দফতরের সূত্রে। জানা গিয়েছে, ফ্রান্সের রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি প্রথমে গরুমারা জঙ্গলের মেদলা নজর মিনারে যান। গরুমারার মধ্য দিয়ে বয়ে যাওয়া মূর্তি ও জলঢাকা নদী দেখার পাশাপাশি সেখানে থাকা কুনকি হাতিদের পর্যবেক্ষণ ও তাদের সারাদিনের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বন দফতরের আধিকারিক ও মাহুতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। এরপর গরুমারার ধুপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে এসে বন দফতরের আধিকারিকরা এই প্রতিনিধি দলটিকে কুনকি হাতির পিঠে চাপিয়ে জঙ্গলের আনাচে কানাচে ঘোরান।
advertisement
advertisement
এখান থেকে ফিরে তাঁরা স্থানীয় আদিবাসীদের নৃত্য উপভোগ করেন। কথা বলেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গেও। ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়ারি ম্যাথিউ জানান, গরুমারা জঙ্গল ও এখানকার বন্যপ্রাণ দেখে তাঁরা যথেষ্ট আনন্দিত। উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানান, গরুমারা জঙ্গল ও বন্যপ্রাণ দেখে এই প্রতিনিধি দলটি সন্তুষ্ট হয়েছে। আগামী দিনে গরুমারা উন্নয়নে সহযোগিতা করবেন বলেও আশ্বাস মিলেছে। ফ্রান্সের এই দলের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের বনপাল ভাস্কর জেভি, গরুমারা ও জলপাইগুড়ি বনবিভাগের দুই ডিএফও দ্বিজপ্রতীম সেন, বিকাশ ভি, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে সহ বনদফতরের অন্যান্য আধিকারিকরা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
French Ambassador: ডুয়ার্সের জঙ্গল দর্শনে ফরাসি রাষ্ট্রদূত, পরিদর্শন শেষে সন্তোষ না অসন্তোষ জানালেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement