বীরপাড়ার হোসেনাবাদ চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মনোজ টিগ্গা। তিনি বীরপাড়ার সিংহানিয়া চা বাগানেরই বাসিন্দা। শুক্রবার সপরিবারে ভোট দেন। ভোট দেওয়ার পর বন্ধ বাগানগুলিতে নির্বাচন কেমন হচ্ছে দেখতে বেরিয়ে যান। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে।
আরও পড়ুন: ভোটারের বয়স ১২১ বছর! জীবনে প্রথমবার বাড়িতে বসে ভোট দিলেন ঝালন বেওয়ার
advertisement
অন্যদিকে কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত নিউল্যান্ড চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হওয়া ভোট কেন্দ্রে এসে ভোট দেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক। তিনি এই নিউল্যান্ড চা বাগানেরই বাসিন্দা। ভোট দিয়ে ফেরার পথে এলাকাতে চা পান করেন। এদিকে জানা গিয়েছে, ভোট দিতে আসার আগে পুজো দেন তৃণমূল প্রার্থী। ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে এলাকার মানুষের সঙ্গে খোশ গল্পে মাততে দেখা গিয়েছে তাঁকে। জুজুধান দুই প্রার্থীর ভোটদানের সেই ভিডিও রইল আপনাদের জন্য।
আনন্যা দে