TRENDING:

Paratha: ভাজা হয় নামমাত্র তেলে! সস্তায় পুষ্টিকর 'এই' বিশেষ পরোটা কোথায় মিলছে? রইল হদিশ

Last Updated:

Paratha: অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয়, তাই অনেকেই সকালে তেলে ভাজা পরোটা থেকে দূরে থাকেন। কিন্তু তেল ছাড়াও পাওয়া যাচ্ছে পরোটা। নামমাত্র তেল দিয়ে তৈরি করা হচ্ছে এই পরোটা। আবার তেল ছাড়াও বানানো হচ্ছে। শারীরিক কোনও রকম সমস্যা হবে না এই পরোটা খেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয়, তাই অনেকেই সকালে তেলে ভাজা পরোটা থেকে দূরে থাকেন। কিন্তু তেল ছাড়াও পাওয়া যাচ্ছে পরোটা। নামমাত্র তেল দিয়ে তৈরি করা হচ্ছে এই পরোটা। আবার তেল ছাড়াও বানানো হচ্ছে। শারীরিক কোনও রকম সমস্যা হবে না এই পরোটা খেলে। তাই সকাল থেকেই ভিড় জমছে, দোকানের সামনে। ভাবছেন কী নাম এই বিশেষ পরোটার? এর নাম পেটাই পরোটা।
advertisement

বিক্রেতা পরোটা ভাজার পর, দুই হাতে মেরে মেরে পরোটা ভেঙে দিচ্ছেন। এতেই এই পরোটার স্বাদ একেবারে ভিন্ন। তাই এই পরোটার নাম পেটাই পরোটা। ক্রেতা অজয় গাঙ্গুলী বলেন, “দীর্ঘদিন ধরেই এই পরোটা খাবার ইচ্ছে ছিল। এই পরোটার স্বাদ একেবারেই আলাদা। সামান্য তেল দিয়ে ভাজা হচ্ছে, শরীরের পক্ষেও খারাপ।”

আরও পড়ুন: লাখ টাকার চাকরি ছেড়ে ফুটপাতে ব্যবসা! বীরভূমের যুবকের কাহিনি শুনে অবাক হবেন আপনিও

advertisement

মালদহ শহরের অতুলচন্দ্র মার্কেটে একমাত্র এই পেটাই পরোটার দোকান রয়েছে। দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে পেটায় পরোটা বিক্রি করছেন শ্যামল চন্দ্র সাউ। তাঁর দোকানের পেটাই পরোটা এখন মালদহে বিখ্যাত। শহর ও শহরের আশেপাশের বহু মানুষ সকালবেলা এই পরোটা খাওয়ার জন্য দোকানে ভিড় করেন।এক প্লেট পেটাই পরোটার দাম কুড়ি টাকা। দুইটি পরোটা থাকে এক প্লেটে। সঙ্গে দেওয়া হয় একটি সবজি, আলু সেদ্ধ, বিশেষ এক ধরনের চাটনি। এই চাটনি খেতে ভিন্ন স্বাদের। সামান্য তেল দিয়ে তৈরি করাই এই পরোটা সবজির সঙ্গে খেতে অসাধারণ।

advertisement

আরও পড়ুন: জনপ্রিয় এই দুই খাবারে মিশছে ‘বিষ’, বিক্রি বন্ধের নির্দেশ দিল কর্ণাটক সরকার

বিক্রেতা শ্যামল কুমার সাউ বলেন, “প্রায় কুড়ি বছর ধরে এই দোকান করছি। পেটাই পরোটাই বিক্রি করি। বিক্রি ভাল হচ্ছে এখন। খুব সামান্য তেল দিয়ে ভাজা হয় কেউ যদি বলেন তাহলে তেল না দিয়েও ভেজে দিন। কুড়ি টাকা প্লেট হিসেবে বিক্রি করছি।”

advertisement

সাধারণত আটা দিয়ে তৈরি করা হয় এই পরোটা। আটা মাখার সময় জোয়ান মেশানো হয়। এছাড়া আর কিছুই দেওয়া হয় না এই পরোটার আটায়। ভাজার সময় পরোটার আকার তৈরি করা হয়। খুব সামান্য তেল দিয়ে ভাজা হয় এই পরোটা। সামান্য তেল দেওয়াই পরোটা ভাজতে কিছুটা সময় লাগে। ভাজা পরোটা তারপর বিশেষ পদ্ধতিতে ভেঙে পরিবেশন করা হয়। ক্রমশ মালদহ শহরের এই পেটাই পরোটা দোকানের সুনাম ছড়াচ্ছে চারিদিকে। বর্তমানে প্রতিদিন গড়ে সাত থেকে আট কেজি আটার পরোটা বিক্রি করছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Paratha: ভাজা হয় নামমাত্র তেলে! সস্তায় পুষ্টিকর 'এই' বিশেষ পরোটা কোথায় মিলছে? রইল হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল