Sucess Story: লাখ টাকার চাকরি ছেড়ে ফুটপাতে ব্যবসা! বীরভূমের যুবকের কাহিনি শুনে অবাক হবেন আপনিও

Last Updated:

Sucess Story: বোলপুরের সুপুরের বিশ্বজিৎ কুমার, তাঁর মাসিক আয় ছিল প্রায় কয়েক হাজার টাকা। মাসিক বেতনের চাকরি ছেড়ে বোলপুরে বাইপাসের ধারে ত্রিপল খাটিয়ে তিনি ভাতের হোটেল খুলেছেন।

+
বোলপুরের

বোলপুরের বুম্বা দা

বীরভূম: বোলপুরের সুপুরের বিশ্বজিৎ কুমার, তাঁর মাসিক আয় ছিল প্রায় কয়েক হাজার টাকা। মাসিক বেতনের চাকরি ছেড়ে বোলপুরে বাইপাসের ধারে ত্রিপল খাটিয়ে তিনি ভাতের হোটেল খুলেছেন। যে এক দু’জন খেতে আসছেন, তাঁরা ইংরেজিতে কথা বললে তিনিও অনর্গল ইংরেজিতে কথা চালিয়ে যাচ্ছেন। যা শুনে চমকে যেতে পারেন অনেকেই। সামান্য ঝুপড়ি হোটেল থেকে সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন এখন তাঁর চোখে।
বোলপুরের বাইপাস ধরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের থেকে সামান্য একটু এগিয়ে গেলেই দেখা যাবে ফাঁকা রাস্তার ধারে একটি জায়গায় ত্রিপল খাটানো রয়েছে। তার বাইরে কিছু সাইকেল, বাইক দাঁড়িয়ে রয়েছে। কাছে গেলেই দেখা যাবে ভেতরে একজন ব্যক্তি ভাতের হোটেল চালাচ্ছেন।
advertisement
advertisement
বাঁশের মাচাতে সেখানেই বসে লরিচালক থেকে শুরু করে পথচলতি মানুষ খাবার খাচ্ছেন। ডাক্তার, ইঞ্জিনিয়াররাও তাঁর হোটেলে ভিড় জমাচ্ছেন।বুম্বার হোটেল বলেই লোকজন এটিকে চিনেছেন। বুম্বা ওরফে বিশ্বজিৎ কুমার বলেন, “আগে মাসে ১ লক্ষ টাকাও আয় করেছি। কিন্তু ওইভাবে কাজ করতে আর পারছিলাম না। তাই কাজ ছেড়ে দিয়ে হোটেল খুললাম। সকালে টিফিন করছি, থাকছে দুপুরের ভাতও। আমার এখানে ৬০ টাকাতে পাওয়া যায় মাছ, মাংস, ডিমের থালি। তবে যা ভেবে শুরু করেছিলাম, তার থেকে অনেক ভাল বিক্রি হচ্ছে।”
advertisement
কিন্তু ছোট থেকেই ভিন রাজ্যে পড়াশোনা করেন তিনি। ২০০২ সাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির হয়ে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাজ শুরু করেছিলেন। এমনকী একটি নামী ওষুধ কোম্পানিতে বর্ধমান বিভাগের অ্যাসিস্ট্যান্ট বিজনেস রিজিওনাল ম্যানেজারও ছিলেন। কিন্তু দিন দিন কাজের চাপ বাড়তে থাকছিল। করোনার পর তা আরও বৃহত্তর আকার নেয়। বসদের নানা কটু কথা উঠতে বসতে শুনতে হচ্ছিল তাঁকে।
advertisement
আর সেই কাজের চাপ সহ্য করতে পারছিলেন না তিনি। সবটা মিলিয়ে তিনি সিদ্ধান্ত নেন আর চাকরি করব না। তারপরই গত ডিসেম্বরে কাজ থেকে ইস্তফা দিয়ে দেন। আর ফেব্রুয়ারি থেকে রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে শুরু করেন ভাতের হোটেল। যদিও এর আগে করোনার সময় তিনি সুপুরের জোড়া মন্দিরেরকাছে রেস্তরাঁ খুলেছিলেন। কিন্তু সেটি নানা কারণে বন্ধ হয়ে যায়।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Sucess Story: লাখ টাকার চাকরি ছেড়ে ফুটপাতে ব্যবসা! বীরভূমের যুবকের কাহিনি শুনে অবাক হবেন আপনিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement