Holi 2024: সামনেই দোল, কম খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ রঙ! ত্বক ও চুলের ক্ষতি হবে না, রঙিন হবে রঙের উৎসব

Last Updated:
কয়েক দিন পর দোল, রঙের উৎসব। রঙ খেলা ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। বেশিরভাগ মানুষই এই দিন রঙ খেলায় মেতে ওঠে। তবে বেশির ভাগই সিন্থেটিক রং ব্যবহার করেন, যা ত্বক এবং চুলের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু হার্বাল রঙ সহজে পাওয়া যায় না, পেলেও তার দাম অনেকটা হয়। তাই বাড়িতেই কীভাবে বানিয়ে নিতে পারবেন ভেষজ রং, রইল টিপস।
1/6
কয়েক দিন পর দোল, রঙের উৎসব। রঙ খেলা ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। বেশিরভাগ মানুষই এই দিন রঙ খেলায় মেতে ওঠে। তবে বেশির ভাগই সিন্থেটিক রং ব্যবহার করেন, যা ত্বক এবং চুলের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু হার্বাল রঙ সহজে পাওয়া যায় না, পেলেও তার দাম অনেকটা হয়। তাই বাড়িতেই কীভাবে বানিয়ে নিতে পারবেন ভেষজ রং, রইল টিপস।
কয়েক দিন পর দোল, রঙের উৎসব। রঙ খেলা ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। বেশিরভাগ মানুষই এই দিন রঙ খেলায় মেতে ওঠে। তবে বেশির ভাগই সিন্থেটিক রং ব্যবহার করেন, যা ত্বক এবং চুলের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু হার্বাল রঙ সহজে পাওয়া যায় না, পেলেও তার দাম অনেকটা হয়। তাই বাড়িতেই কীভাবে বানিয়ে নিতে পারবেন ভেষজ রং, রইল টিপস।
advertisement
2/6
প্রাকৃতিকভাবে লাল রঙ করতে, বিট কেটে বেটে নিন। এবার এতে অ্যারারুট পাউডার, ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে লাল রঙ করে নিন। তারপর তা রোদে শুকিয়ে নিন। এর ফলে কিছু অংশ জমাট বেঁধে যেতে পারে। তাই সবটা ভাল করে গুঁড়িয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। বাড়িতেই কম খরচায় তৈরি হবে যাবে লাল রঙ।
প্রাকৃতিকভাবে লাল রঙ করতে, বিট কেটে বেটে নিন। এবার এতে অ্যারারুট পাউডার, ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে লাল রঙ করে নিন। তারপর তা রোদে শুকিয়ে নিন। এর ফলে কিছু অংশ জমাট বেঁধে যেতে পারে। তাই সবটা ভাল করে গুঁড়িয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। বাড়িতেই কম খরচায় তৈরি হবে যাবে লাল রঙ।
advertisement
3/6
সবুজ রং করতে পালং শাক বা মেথি পাতা ব্যবহার করতে পারেন। এজন্য পালং শাক বেটে নিন। এই বাটা পাতা অ্যারারুট পাউডার, ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে সবুজ রঙ করে নিন। তারপর তা রোদে শুকিয়ে নিন। এর ফলে কিছু অংশ জমাট বেঁধে যেতে পারে। তাই সবটা ভাল করে গুঁড়িয়ে ছাকনী দিয়ে ছেঁকে নিন। তৈরি হয়ে যাবে সবুজ রঙ।
সবুজ রং করতে পালং শাক বা মেথি পাতা ব্যবহার করতে পারেন। এজন্য পালং শাক বেটে নিন। এই বাটা পাতা অ্যারারুট পাউডার, ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে সবুজ রঙ করে নিন। তারপর তা রোদে শুকিয়ে নিন। এর ফলে কিছু অংশ জমাট বেঁধে যেতে পারে। তাই সবটা ভাল করে গুঁড়িয়ে ছাকনী দিয়ে ছেঁকে নিন। তৈরি হয়ে যাবে সবুজ রঙ।
advertisement
4/6
হোলিতে হলুদ রঙ করতে কাঁচা হলুদ বেটে নিন এবার এতে অ্যারারুট বা মসৃণ ময়দা মিশিয়ে একই পদ্ধতিতে হলুদ রঙ করুন।
হোলিতে হলুদ রঙ করতে কাঁচা হলুদ বেটে নিন এবার এতে অ্যারারুট বা মসৃণ ময়দা মিশিয়ে একই পদ্ধতিতে হলুদ রঙ করুন।
advertisement
5/6
হালকা হলুদ রঙের জন্য হলুদ গাঁদা ফুল বেটে ব্যবহার করতে পারেন। কমলা রঙের জন্য কমলা গাঁদা ফুল ব্যবহার করতে পারে।
হালকা হলুদ রঙের জন্য হলুদ গাঁদা ফুল বেটে ব্যবহার করতে পারেন। কমলা রঙের জন্য কমলা গাঁদা ফুল ব্যবহার করতে পারে।
advertisement
6/6
নীল রঙের জন্য অপরাজিতা ফুল শুকিয়ে পিষে নিন। অথবা অপরাজিতা ফুল বেটে পেস্ট বানিয়ে ভেজা রঙও তৈরি করতে পারেন। জলে গুলেও জল রঙ হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা অপরাজিতা ফুল বেটে অ্যারারুট বা মসৃণ ময়দা মিশিয়ে একই পদ্ধতিতে রঙ বানাতে পারেন। (দাবিত্যাগ: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নীল রঙের জন্য অপরাজিতা ফুল শুকিয়ে পিষে নিন। অথবা অপরাজিতা ফুল বেটে পেস্ট বানিয়ে ভেজা রঙও তৈরি করতে পারেন। জলে গুলেও জল রঙ হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা অপরাজিতা ফুল বেটে অ্যারারুট বা মসৃণ ময়দা মিশিয়ে একই পদ্ধতিতে রঙ বানাতে পারেন। (দাবিত্যাগ: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement