TRENDING:

গ্রামে ঢুকে পড়ল লেপার্ড! টেনে নিয়ে গেল ছোট্ট শিশুকে! মিলল ক্ষতবিক্ষত দেহ!

Last Updated:

জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উত্তর শালবাড়ী এলাকায় ফের লেপার্ড আক্রমণ। লেপার্ডের হামলায় প্রাণ হারাল ১২ বছরের এক স্কুলপড়ুয়া কিশোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে:  আচমকা লেপার্ড হামলায় চলে গেল ছোট্ট খুদের প্রাণ গেল। এই ঘটনায় কান্নার রোল এলাকা জুড়ে। বাড়ির সামনেই খেলা করছিল ১২ বছর বয়সী ছোট্ট করিমুল হক ওরফে আলামিন।  জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়ী গ্রামে ফের লেপার্ডের হামলা। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনের উঠোনে খেলা করছিল ১২ বছরের কারিমুল হক ওরফে আলামিন। আচমকাই একটি লেপার্ড গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তাঁকে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা, কিন্তু শেষ রক্ষা হয়নি।
প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রর
প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রর
advertisement

আরও পড়ুন: বিহারে পালানোর পরিকল্পনা ভেস্তে গেল তিন আবাসিকের! তুলে দেওয়া হল পুলিশের হাতে

কলাবাড়ি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির এই ছাত্রকে হারিয়ে শোকে মুহ্যমান গোটা গ্রাম। স্থানীয়দের দাবি, এটা নতুন কিছু নয়। গত কয়েক মাস ধরে বারবার এমন ঘটনা ঘটছে। লেপার্ড আক্রমণে কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ আবার গুরুতর জখম হচ্ছেন। এই প্রসঙ্গে এক গ্রামবাসী বলেন “প্রায়ই লেপার্ড গ্রামে ঢুকে পড়ছে। আমরা ভয়ে দিন কাটাই। আজ আলামিনকে নিয়ে গেল, কাল আর কাকে নিয়ে যাবে কে জানে!”।সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঘটনার ঘণ্টা পেরিয়ে গেলেও বনদফতর বা পুলিশ কেউই ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ। এতে ক্ষোভ আরও তীব্র হয়েছে।

advertisement

আরও পড়ুন: সাফাইকর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন! তুলে দেওয়া হল মিষ্টি-বস্ত্র-প্রসাদ, ছবিতে দেখুন

স্থানীয়দের বক্তব্য, প্রশাসন কেবল আশ্বাস দিয়েই যাচ্ছে, কার্যকর কোনও পদক্ষেপ নেই। গ্রামের মানুষ এখন শোকে স্তব্ধ, সঙ্গে রয়েছে তীব্র ক্ষোভ। শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে প্রতিদিনই। বনদফতর আর্জি এবার যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। নইলে আতঙ্কের গ্রাসে প্রতিটি রাত আরও ভয়ঙ্কর হয়ে উঠবে উত্তর শালবাড়ীর মানুষের কাছে!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গ্রামে ঢুকে পড়ল লেপার্ড! টেনে নিয়ে গেল ছোট্ট শিশুকে! মিলল ক্ষতবিক্ষত দেহ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল