আরও পড়ুন: বিহারে পালানোর পরিকল্পনা ভেস্তে গেল তিন আবাসিকের! তুলে দেওয়া হল পুলিশের হাতে
কলাবাড়ি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির এই ছাত্রকে হারিয়ে শোকে মুহ্যমান গোটা গ্রাম। স্থানীয়দের দাবি, এটা নতুন কিছু নয়। গত কয়েক মাস ধরে বারবার এমন ঘটনা ঘটছে। লেপার্ড আক্রমণে কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ আবার গুরুতর জখম হচ্ছেন। এই প্রসঙ্গে এক গ্রামবাসী বলেন “প্রায়ই লেপার্ড গ্রামে ঢুকে পড়ছে। আমরা ভয়ে দিন কাটাই। আজ আলামিনকে নিয়ে গেল, কাল আর কাকে নিয়ে যাবে কে জানে!”।সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঘটনার ঘণ্টা পেরিয়ে গেলেও বনদফতর বা পুলিশ কেউই ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ। এতে ক্ষোভ আরও তীব্র হয়েছে।
advertisement
আরও পড়ুন: সাফাইকর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন! তুলে দেওয়া হল মিষ্টি-বস্ত্র-প্রসাদ, ছবিতে দেখুন
স্থানীয়দের বক্তব্য, প্রশাসন কেবল আশ্বাস দিয়েই যাচ্ছে, কার্যকর কোনও পদক্ষেপ নেই। গ্রামের মানুষ এখন শোকে স্তব্ধ, সঙ্গে রয়েছে তীব্র ক্ষোভ। শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে প্রতিদিনই। বনদফতর আর্জি এবার যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। নইলে আতঙ্কের গ্রাসে প্রতিটি রাত আরও ভয়ঙ্কর হয়ে উঠবে উত্তর শালবাড়ীর মানুষের কাছে!