ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া ভগতপাড়া এলাকায় রাতে চিতাবাঘের হানায় আতঙ্ক ছড়িয়েছে। হঠাৎ বাড়ির ছাগলের ঘরের বেরা ভেঙে চিতাবাঘটি ভিতরে প্রবেশ করে এবং একটি ছাগলকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন- মুকুটে জুড়ল সোনার পালক, জাতীয় স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় জয়জয়কার শ্রেয়ার
স্থানীয় বাসিন্দা কণিকা রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। ভগতপাড়া এলাকা গরুমারা জঙ্গল সংলগ্ন এবং কিছু ছোট চা বাগানের পাশে অবস্থিত। এই অঞ্চলে হাতি ও চিতাবাঘের উপদ্রব নতুন কিছু নয়, তবে সম্প্রতি এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।
advertisement
আরও পড়ুন- শীতের দিন শেষ? আবহাওয়ার খামখেয়ালিপনায় কবে থেকে গরম পড়বে জানিয়ে দিল হাওয়া অফিস
বাসিন্দারা দাবি করেছেন, বনকর্মীদের নিয়মিত টহলদারি এবং চিতাবাঘ ধরতে খাঁচা বসানোর দাবী জানিয়েছে। এলাকায় বনদফতরের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি, এলাকাবাসীর চিতাবাঘের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আরও সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সুরজিৎ দে