Taekwondo: মুকুটে জুড়ল সোনার পালক, জাতীয় স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় জয়জয়কার শিলিগুড়ির শ্রেয়ার

Last Updated:

Taekwondo: সুরাতে অনুষ্ঠিত ২০ তম জাতীয় তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করে সকলকে চমকে দিয়েছে শ্রেয়া।

+
শ্রেয়া

শ্রেয়া বসাক 

শিলিগুড়ি : জাতীয় স্তরে তাইকোন্ডোতে সোনা জিতে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল শ্রেয়া বসাক। পরিবার-সহ গর্বিত গোটা শিলিগুড়িবাসী। ছোটবেলা থেকেই খেলার প্রতি বিশেষ ঝোঁক রয়েছে শ্রেয়ার। স্কুল থেকেই তাইকোন্ডোতে মনোনিবেশ করেছিল সে।
তার প্রতিভা, সাহসিকতা এবং দীর্ঘদিনের কঠিন পরিশ্রম তার ঝুলিতে এনে দিয়েছে সোনার পালক। সুরাতে অনুষ্ঠিত ২০ তম জাতীয় তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করে সকলকে চমকে দিয়েছে শ্রেয়া। নিজস্ব প্যাটার্ন ও নিজস্ব স্প্যারিং বিভাগে যথাক্রমে সোনার পদক জিতেছে শ্রেয়া। তার সাফল্যে খুশি পরিবার-সহ সকলে।
advertisement
advertisement
বর্তমানে সে টেকনো ইন্ডিয়া গ্রুপের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের ছাত্রী। তবে ছোট থেকেই তার খেলাধূলার প্রতি তাঁর যে ভালবাসা ছিল । সেই ভালবাসার টানে আজ শ্রেয়া এই জায়গায়। এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে দু’বার সোনা জিতেছেন শিলিগুড়ির শ্রেয়া বসাক। এমনকি দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান তাইকোন্ডো প্রতিযোগিতায়ও সোনা জেতেন শ্রেয়া। খেলার সুযোগ এলে কোনওভাবেই হাতছাড়া করতে চায় না সে। এই প্রতিযোগিতায় অবশ্য নিজে যেমন খেলেছে তেমনি প্রথমবার জাতীয় স্তরে রেফারির দায়িত্ব সামলেছে শ্রেয়া। তার তাইকোন্ডোর প্রতি অগাধ ভালবাসা তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে তার বিশ্বাস।
advertisement
এই প্রসঙ্গে শ্রেয়া বলেন, ‘তাইকোন্ডো আমার জীবনকে সম্পূর্ন করে। এই স্পোর্টস আমাকে অনেক কিছু শিখিয়েছে । আমার পড়াশোনার পাশাপাশি আগামীদিনেও দেশের হয়ে খেলে যাবো। সোনা জেতা বা না জেতাটা বড় কথা নয়, পারফেকশনটা আমার কাছে ভীষণ জরুরি। প্রতিদিনই নতুন কিছু শিখছি আর নিজেকে ডেভলপ করছি। এরপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমার লক্ষ্য। কিভাবে আরও ভাল জায়গায় নিজেকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করছি।’ শ্রেয়া তার নিজের সাফল্যের জন্য কৃতিত্ব দেন তার কোচকে। মেয়ের সাফল্যের সবথেকে বেশি খুশি তার বাবা-মা। মেয়ে আরও ভাল খেলুক এটাই তারা সবসময় চেয়ে এসেছে । বাংলার ক্রীড়ামহলের প্রত্যাশাও যেন সেটাই।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Taekwondo: মুকুটে জুড়ল সোনার পালক, জাতীয় স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় জয়জয়কার শিলিগুড়ির শ্রেয়ার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement