TRENDING:

Siliguri News: যানজটে স্কুল যেতে দেরি হচ্ছে রোজ! মুশকিল আসান এবার ছোটরাই, তাদের হাতেই উপায়

Last Updated:

এই শহরের সেই পুরনো সমস্যার সমাধানে এবার এগিয়ে আসছে ছোটরাই। তাদের ছোট চোখে দেখা সমস্যার কথা এবার শুনবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ — আর সেটাই শহরবাসীর মনে জাগিয়েছে নতুন আশার আলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিলিগুড়ি মানেই যেন যানজটের আরেক নাম। সকাল হোক বা সন্ধে, স্কুলগামী পড়ুয়া থেকে অফিসযাত্রী — ট্রাফিকে দাঁত খিঁচুনিই নিত্যদিনের সঙ্গী। এই শহরের সেই পুরনো সমস্যার সমাধানে এবার এগিয়ে আসছে ছোটরাই। তাদের ছোট চোখে দেখা সমস্যার কথা এবার শুনবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ — আর সেটাই শহরবাসীর মনে জাগিয়েছে নতুন আশার আলো।
advertisement

পুলিশ কমিশনার সি সুধাকরের কথায়, ‘‘শহরের ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধান শুধুমাত্র আইন দিয়ে সম্ভব নয়। সমস্যার ভেতরের কথা বোঝার জন্য শিশুদের চোখই অনেক সময় বড়দের চেয়ে তীক্ষ্ণ।’’ তাই এবার স্কুল পড়ুয়ারাই চিঠি বা ইমেল লিখে তাদের ভাবনা তুলে ধরতে পারবে পুলিশ কমিশনারেটের কাছে। আর সেই সব পরামর্শের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা মতামত — যারা শহরের সেরা ছোট ট্রাফিক অ্যাডভাইজার হিসেবে পাবেন পুলিশের থেকে সম্মানও।

advertisement

এই নতুন উদ্যোগ ইতিমধ্যেই উজ্জ্বল স্বপ্ন দেখাচ্ছে অনেককে। যেমন অষ্টম শ্রেণির ছাত্রী সৌমিতা সরকার। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে রাস্তার টোটোর দখলদারি দেখে তার ক্ষোভ। ‘‘অনেক দিন ধরেই ভাবি কীভাবে রাস্তাগুলো ফাঁকা রাখা যায়। এবার ই-মেইলে লিখেই জানাব। ছোটদের কথা যদি শোনে, খুবই ভাল হয়,’’ বলে সৌমিতা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবম শ্রেণির মাহবুব খানের কথাতেও একই স্বর, ‘‘যানজটে স্কুলে পৌঁছতে দেরি হয়, দেরি হলেই শাস্তি! আবার রাস্তায় কোথাও ট্রাফিক পুলিশ থাকে না, যেটা থাকা উচিত। এবার সব বলব চিঠিতে!’’ ছোটদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরাও। কারও মতে, এই প্রয়াসে শিশুদের মধ্যে দায়িত্ববোধ যেমন তৈরি হবে, তেমনই প্রশাসনও পাবে বাস্তব অভিজ্ঞতার এক নির্ভেজাল রিপোর্ট। এই শহরের ট্রাফিক যে খুব সহজে নিয়ন্ত্রণে আসবে না, তা সবাই জানে। তবে পুলিশের নতুন এই উদ্যোগে ছোটদের স্বপ্ন আর দায়িত্ববোধের ছোঁয়ায় বড় এক পরিবর্তনের গল্পও লিখতে পারে শিলিগুড়ি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: যানজটে স্কুল যেতে দেরি হচ্ছে রোজ! মুশকিল আসান এবার ছোটরাই, তাদের হাতেই উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল