বর্তমানে শৌখিন মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেকেই হোমডেকর হিসেবে অন্য ধরনের জিনিস পছন্দ করেন। ঘর সাজানোর জন্য সেক্ষেত্রে যদি মাটির হ্যারিকেন থাকে তবে তো কথাই নেই। এই মাটির হ্যারিকেন দিয়েই ঘর সাজানোর কাজ করছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাটপাড়ার মৃৎশিল্পীরা।
আরও পড়ুন: গলার হার বিক্রি করে দম্পতি যা করলেন অবাক করবে সবাইকে!
advertisement
মৃৎশিল্পী বিকাশ রায় বলেন, এটা আসলে এক ধরনের ল্যাম্পশেড। ওয়ারিং কানেকশনের মাধ্যমে লাইট জ্বলে এই মাটির হ্যারিকেনের মধ্যে। নানা ধরনের নকশা করা আকর্ষণীয় এই টেরাকোটার হ্যারিকেনগুলো সাবেকি গৃহসজ্জার কাজে অর্থাৎ টিভি বা ড্রয়িং টেবিল সাজানোর জন্য কিংবা বাগান বাড়ি সুন্দরভাবে সাজিয়ে তুলতে ব্যবহার হয়ে থাকে। মৃৎশিল্পী বিকাশ রায় আরও জানান, এই হ্যারিকেনের সব থেকে বেশি চাহিদা শিলিগুড়ি, কলকাতা, মালদহ সহ বড় বড় শহরগুলিতে।
হারিকেনের মতো দেখতে মাটির এই ল্যাম্পশেডগুলোর দাম ৭০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে হয়। এক একটি তৈরি করতে ৪ থেকে ৫ দিন সময় লাগে। প্রতিদিন ৫০ থেকে ৬০ খানা হ্যারিকেন তৈরি করেন এক একজন মৃৎশিল্পী।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এক সময় গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ ছিল হ্যারিকেন। সন্ধের অন্ধকার নামলেই বাড়িতে বাড়িতে জ্বলে উঠত সে। তারই আলোর ছটায় চলত লেখাপড়া, রান্নাবান্না। কিন্তু এখন চারিদিকে বৈদ্যুতিন আলো এসে যাওয়ায় হ্যারিকেনের প্রয়োজনীয়তা প্রায় ফুরিয়েছে। তবে এবার নতুন রূপে ফিরে এসে মানুষের বাড়ির শোভা বৃদ্ধি করছে এই হ্যারিকেন।
পিয়া গুপ্তা