Bankura News: গলার হার বিক্রি করে দম্পতি যা করলেন অবাক করবে সবাইকে!

Last Updated:

শেষ যাত্রায় সাধারণ মানুষের পাশে থাকতে গলার হার বিক্রি করে এই নজির গড়েছেন বাঁকুড়ার ছাতনার দুবরাজপুর এলাকার বধূ পম্পা মুখার্জি। স্ত্রীর এই পদক্ষেপে সম্পূর্ণভাবে পাশে ছিলেন স্বামী রাজীব মুখার্জি

+
title=

বাঁকুড়া: গলার সোনার হার বিক্রি করে সমাজসেবা করলেন দম্পতি! গরিবরা যাতে পরিজনের দেহ বিনা খরচে শেষকৃত্যের জন্য নিয়ে যেতে পারেন তার জন্য কিনে দিলেন শববাহী গাড়ি। ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে নজর কেড়েছেন ছাতনার মুখার্জি দম্পতি।
শেষ যাত্রায় সাধারণ মানুষের পাশে থাকতে গলার হার বিক্রি করে এই নজির গড়েছেন বাঁকুড়ার ছাতনার দুবরাজপুর এলাকার বধূ পম্পা মুখার্জি। স্ত্রীর এই পদক্ষেপে সম্পূর্ণভাবে পাশে ছিলেন স্বামী রাজীব মুখার্জি। আর্থিকভাবে পিছিয়ে পড়ারা পরিজনের মৃত্যুর পর অনেক কষ্ট করে তাঁদের শেষকৃত্যের জন্য নিয়ে যান। সেই পরিস্থিতি দূর করতেই মুখার্জি দম্পতির এমন উদ্যোগ।
advertisement
advertisement
এই প্রসঙ্গে রাজীব মুখার্জি বলেন, ছাতনা ব্লকে কোনও শবদেহ বহনকারী গাড়ি নেই। বাধ্য হয়ে জেলার অন্যত্র থেকে কয়েক হাজার টাকার বিনিময়ে এই গাড়ি ভাড়া নিচের হয়। এতে সমস্যায় পড়ে দিন আনি দিন খাওয়া মানুষগুলো। মানুষের এই সমস্যা ভাবিয়ে তোলে পম্পা মুখার্জিকে। এর পরই স্বামী-স্ত্রী একসঙ্গে ঠিক করেন, গলার হার বিক্রি করেই দরিদ্র মানুষের পাশে থাকবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
দম্পতির এমন মহানুভবতায় অত্যন্ত খুশী এলাকাবাসীরা। এক স্থানীয় বাসিন্দা জানান, এমপি, এমএলএ’রা যে কাজ করতে পারেননি সেই কাজ করে দেখিয়েছেন এই দম্পতি। সকলেই ওই দম্পতির উচ্চকিত প্রশংসা করছেন।
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: গলার হার বিক্রি করে দম্পতি যা করলেন অবাক করবে সবাইকে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement