Siliguri News: বিয়ের আগের রাতে এ কী হল যুবকের সঙ্গে! মাথায় হাত পরিবারের

Last Updated:

তেলিপাড়ার বাসিন্দা বিমল হালদার পেশায় মাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার তাঁর একমাত্র ছেলের বিয়ে। আয়োজনে কোনও ত্রুটি ছিল না। যথারীতি স্বর্নালঙ্কার এনে রাখা হয়েছিল বাড়িতে

শিলিগুড়ি: রেজিস্ট্রির দিনই বাড়িতে হানা চোরের। বিয়ের একদিন আগেই খোয়া গেল নগদ অর্থ সহ সোনার গয়না। ঘটনায় দিশেহারা শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়ার হালদার পরিবার। শেষে বাধ্য হয়ে পরিবারটি পুলিশের শরণাপন্ন হয়েছে।
জানা গিয়েছে, তেলিপাড়ার বাসিন্দা বিমল হালদার পেশায় মাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার তাঁর একমাত্র ছেলের বিয়ে। আয়োজনে কোনও ত্রুটি ছিল না। যথারীতি স্বর্নালঙ্কার এনে রাখা হয়েছিল বাড়িতে। বিয়ের খরচের জন্য নগদ অর্থও রাখা ছিল। কেউ ভাবতেও পারেননি যে এইসব জিনিস চুরি হয়ে যাবে। আকস্মিক এই ঘটনায় মাথায় হাত পড়েছে পরিবারটির।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ছেলের বিয়ের আগের দিন বাড়িতে চুরির ঘটনা প্রসঙ্গে মাছ ব্যবসায়ী বিমলবাবু জানান, বাড়িতে কেউ ছিল না। আমি আর আমার স্ত্রী দু’জনেই কাজে গিয়েছিলাম। ছেলেও বাড়িতে ছিল না। সেই ফাঁকেই বাড়িতে চোরের আসে। সর্বস্ব লুঠ হয়ে গিয়েছে। বিমলবাবুর স্ত্রী আন্না হালদার বলেন, বিয়ের আগের মূহুর্তে এমন ঘটনায় এখন কী করব বুঝে উঠতে পারছি না। প্রায় এক মাস আগেও ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল। ফের এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বিয়ের আগের রাতে এ কী হল যুবকের সঙ্গে! মাথায় হাত পরিবারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement