Malda News: শিব্রাম চক্রবর্তী নিয়মিত পাঠক ছিলেন, সেই গ্রন্থাগারে এ কী ঘটল! ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
ভারতী ভবন সাধারণ পাঠাগার শুধু যে শিব্রাম চক্রবর্তীর স্মৃতি বিজড়িত তাই নয়, এখানে আছে বহু প্রাচীন পুঁথি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বহু পুরনো বই নষ্ট হয়ে গিয়েছে
মালদহ: এই গ্রন্থাগারের নিয়মিত আসতেন বিখ্যাত শিশু সাহিত্যিক শিব্রাম চক্রবর্তী। বই পড়তেন। তবে শিব্রাম চক্রবর্তীর পরিচয় শুধু শিশু সাহিত্যিক হিসেবে নয়। তিনি হাস্যরসের মধ্য দিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন, যা আজও প্রবল জনপ্রিয়। মালদহের সেই বিখ্যাত গ্রন্থাগারের এখন বেহাল দশা। পরিচর্যা ও কর্মীর অভাবে ধুঁকছে।
ভারতী ভবন সাধারণ পাঠাগার শুধু যে শিব্রাম চক্রবর্তীর স্মৃতি বিজড়িত তাই নয়, এখানে আছে বহু প্রাচীন পুঁথি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বহু পুরনো বই নষ্ট হয়ে গিয়েছে। গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ স্থানীয়রা। সম্প্রতি এই গ্রন্থাগারে চুরি হয়েছে। বইয়ের একাধিক আলমারি লন্ডভন্ড হয়ে পড়েছিল। গ্রন্থাগারের দুইটি কম্পিউটার নিয়ে উধাও হয়েছে চোরের দল। কিছু প্রাচীন পুঁথিও চুরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা।
advertisement
advertisement
মালদহের চাঁচল-১ ব্লকের শতবর্ষ প্রাচীন কলিগ্রামের ভারতী ভবন সাধারণ পাঠাগার বই প্রেমীদের অন্যতম পিঠস্থান। সেই তার এমন বেহাল অবস্থা প্রসঙ্গে এলাকার প্রবীণ বাসিন্দা মোহিতলাল চৌধুরী বলেন, জরাজীর্ণ অবস্থা এই গ্রন্থাগারের। অনেক মূল্যবান বই চুরি গিয়েছে। দুটি কম্পিউটারও চুরি হয়ে গেল। পড়ে পড়ে নষ্ট হচ্ছে বই, দেখভাল করার লোকজন নেই। সরকারের কাছে বহুবার আমরা আবেদন জানিয়েছি, কিন্তু তারপরও কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
গ্রন্থাগার বন্ধ থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে জানালার শিক কেটে চুরি হয়েছে। শুধু তাই নয়, রস সাহিত্যিক শিব্রাম চক্রবর্তীর মুরলী পত্রিকার পুঁথি ও পান্ডুলপি চুরি যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ব্যাপক ক্ষুব্ধ এলাকার বইপ্রেমীরা। গত দু’বছর ধরে এই গ্রন্থাগার নিয়মিত খোলে না। বর্তমানে সেখানে তালা ঝুলছে। দীর্ঘ দুই বছর ধরে নিয়মিতভাবে খোলে না গ্রন্থাগার। সপ্তাহে শুধু মঙ্গলবার গ্রন্থাগারের এক চতুর্থ শ্রেণির কর্মী এসে কিছুক্ষণের জন্য খোলেন। এই গ্রন্থাগারের দ্রুত হাল না ফিরলে এখানকার সমস্ত বই ও মূল্যবান পুঁথি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে বলে এলাকার মানুষের আশঙ্কা।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 5:59 PM IST