Jalpaiguri News: চা বাগানে কাজ করতে গিয়ে চমকে উঠলেন শ্রমিকরা, গাছের ঝোপের আড়ালে ওটা কী!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বুধবার জলপাইগুড়ির এই চা বাগান থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার করে মালবাজার থানার পুলিশ। এদিন মাল ব্লকের গুরজেং ঝোড়া চা বাগানের ৬০ নম্বর সেকশনে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা
জলপাইগুড়ি: মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে উদ্ধার হয়েছিল মা ও ছেলের মৃতদেহ। পরেরদিন মালবাজারের গুরজেং ঝড়ো চা বাগান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হল। পরপর দু’দিন জেলার দুই জায়গা থেকে এমন অস্বাভাবিকভাবে দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।
আরও পড়ুন: বক্সিংয়ে তিনটি সোনা মালদহের ঝুলিতে
বুধবার জলপাইগুড়ির এই চা বাগান থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার করে মালবাজার থানার পুলিশ। এদিন মাল ব্লকের গুরজেং ঝোড়া চা বাগানের ৬০ নম্বর সেকশনে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই মালবাজার থানায় খবর দেন। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ঘটনা প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য দীলবাঞ্জন নায়েক বলেন, মৃতদেহ দেখে মনে হচ্ছে এই এলাকার কেউ নয়, বহিরাগত হবেন। বয়স অনুমানিক ৪৫-৫০ বছর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কীভাবে মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না। মৃত্যুর কারণ অনুসন্ধানের পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সেইসঙ্গে শুরু হয়েছে তদন্ত।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 5:25 PM IST