Malda News: বক্সিংয়ে তিনটি সোনা মালদহের ঝুলিতে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
দীর্ঘদিন পর মালদহ জেলার ক্রীড়াবিদরা বক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেল। ওপেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই সোনা জয়
মালদহ: বক্সিংয়ে দারুণ সাফল্য জেলার। তিনটি সোনা জিতল মালদহের বক্সাররা। জেলার তিন প্রতিভাবান খেলোয়ার রাজ্য স্তরের বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এতে খুশির হাওয়া জেলার ক্রীড়া মহলে।
দীর্ঘদিন পর মালদহ জেলার ক্রীড়াবিদরা বক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেল। ওপেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই সোনা জয়। সোনা জয়ী খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
কৃষ্ণেন্দু নারায়ণচৌধুরী বলেন, বক্সিং ছাড়াও অন্যান্য খেলাধুলোতে ভাল ফল করছে মালদহের খেলোয়ারেরা। আমরা সব সময় তাদের পাশে থেকে সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছি। আরও ভাল খেলাধুলোর মান বৃদ্ধি করার পরিকল্পনা করেছি। জানা গিয়েছে, চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখ ওপেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার জেলায়। পশ্চিমবঙ্গ সহ মোট ১২ টি রাজ্যের খেলোয়াররা অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতায়। অংশগ্রহণ করেছিল বেশ কয়েকজন। তাদের মধ্যে রবি শেখ, দেবরাজ বাসফোর ও প্রিয়াঙ্কা রায় নিজেদের বিভাগে সোনা জেতেন। এছাড়াও রুপো পেয়েছে সোমনাথ দাস এবং ব্রোঞ্জ পেয়েছে দীপ বর্মন।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 4:40 PM IST